আমাদের কথা খুঁজে নিন

   

জয় বাংলা "জয় আব্বু"



আব্বু আমাকে একটা দেশ দিয়েছেন, ছোটবেলায় আমি প্রথম রচনা পড়ি বাংলাদেশ যার প্রথম লাইন ছিলো বাংলাদেশ একটি নদি মাত্রিক দেশ এই দেশের শতকরা ৮০ শতাংশ মানুষ কৃষিকাজ করে জিবিকা নির্বাহ করে। যেহেতু আব্বু আমাকে অনেক বড় বড় আবাদি জমি দিয়েছেন সে চিন্তা মাথায় রেখে আমি ওয়াদা করেছিলাম ১০ টাকা কেজি চাল কোন ঘটনাই না। এতো বড় বড় জমি চাষের জন্য প্রয়োজন লাঙ্গল, এই লাঙ্গল যার কাছে সে আবার একটু ইয়ে ধরনের কিন্তু সেও বুঝতে পারে উপায় নাই গোলাম হসেন তাই সে আমাকে তার লাঙ্গল দিতে বাধ্য হয়। লাঙ্গল নিলাম চাষবাস করার মতো আরো কিছু বলদ জোগাড় করে নেমে গেলাম ক্ষেতে।
কাজ হলো না, আমার দেশ আমাকে যারা ফিরিয়ে দিলো তাঁরা বেকে বসলো।

তাঁরা বলে ওই আমগো পচা চাউল গুলাড় কি হইবো তোর আব্বুর দেশটা যে আবার তোরে ফেরৎ দিলাম আমগোরে বিনিময়ে কি দিবি আমগোরে না দেখলে কিন্তু বুঝিস।
যাই হোক গেল সেই কথা, আমার বাবা আমাকে প্রতিরাতে নতুন নতুন সপ্ন দেখান আর অন্য যে সাধারন দেশের মানুষ আছে এই গুলা মানুষ নাকি এই গুলা তো থাক বলবো না সব বললে আব্বু সপ্নে এসে বকা দিবে।

আমাদের বাসায় সাদা কালো টিভি ছিলো, আব্বু চশমা পরে আমাদের নিয়ে অনুষ্ঠান দেখতেন আর বলতেন দুনিয়াটা রঙ্গিন আর আমাদের সাদাকালো এই সব দেখতে হয়!! তাই আমরা আব্বুর সাথে রঙ্গিন চশমা পড়ে টিভি দেখতাম আমরা আগে থেকেই জানি সামনে কি দিতে হবে। ২০১৩ সালটা পার করা ছিলো শুধু সময়ের ব্যাপার। এর মধ্যে আব্বুর সপ্ন অনেকটা পুরন করেছি, ডিজিটাল যন্ত্রপাতির এমন বিপ্লব হইছে যে মানুষ বাজার থেকে চাল না কিনে ভাতের ছবি দেখে অর্ধেক খিদে মিটিয়ে ফেলে।


আসলো ২০১৪ নতুন করে আবার আমাকে ক্ষমতায় আসতেই হবে কি করা যায়, জয় আমার বাচ্চা উম্মা আমাকে বুদ্ধি দিলো মা তুমি মোরগ পোলাও রান্না করো বিরোধী দলরা তোমার রান্না করা দেখে রান্না শিক্ষার পাঠ নিবে, মাঠ তো ফাকা। আমি বলি কিন্তু উম্মা আব্বু ওই যে বেয়াদপ মাজা ভাঙ্গা তারেক ওতো এই ভাবে দেশটাকে ওদের দখলে রাখতে চেয়ে ছিলো তাহলে আমরা কি পারবো?? মা তুমি ভুলে যাচ্ছ আমরা গোপালগঞ্জের তৈরি ওই গাধা তারেকের মতো আমরা রাজধানী ঢাকায় হাওয়া ভবন বানাইনি আমরা টুঙ্গিপারা আর ফরিদপুরে আমার আদরের ছোট খুকি পুতুলের শশুরালয়ে হাওয়া ভবন বানিয়েছি। তুমি আমি আমারা পুরা প্রশাসনের সব গুরু দায়িত্ব দিয়ে রেখেছি গোপাল আর ফরিদদের কারা এরা আমাদের সাথে বেইমানি বেয়াদবি করবে না।
মা তুমি ঘুমাও তো এখন কালকে তোমাকে শপথ নিয়ে আবার দেশের শয়তান গুলোর মোকাবিলা করতে হবে আর ভারতের পচা চালের ব্যাপারটা কিন্তু গুরুত্ব দিবে না হলে ওরা আবার রাগ করবে। মা ঘুমাও, গোপালী এই গোপালী কে কে!! আমি তোর আব্বু অহহ আব্বু এতো জোরে কেও ডাকে তো বলো বাবা কি করতে হবে তোমার নতুন সপ্ন কি? কালকে দেশবাসি কে জানায় দিবি "মনে রাখবা কনো চাপেই আমি মাথা নতো করবো না" সেটা বিদেশী শয়তান নাজায়েজ মানব সন্তান হউক আর স্বদেশী পাকি জারজ হউক।

জয় বাংলা "জয় আব্বু"

ও আসল কথাঃ এই লেখাটা যাদের রাতে ঘুম আসেনা তাদের জন্য, এইটা একটা "খাটে সময়ের গল্প" তিলরে তাল বানাবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।