আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে পেলেও পেলেন ব্যালন ডি'অর

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে টানা তিনবার বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। কিন্তু ঐ সময় ব্যালন ডি’অর খেতাবটা শুধু দেওয়া হতো ইউরোপীয় ফুটবলে। ফুটবলবোদ্ধাদের বিশ্বাস- সেসময়ও যদি বিশ্ব ফুটবলে রাজত্ব করার পুরস্কার হিসেবে ব্যালন দেওয়া হতো তাহলে পেলে হতেন তার অন্যতম দাবিদার।

তাই ফুটবলে তার অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে সোমবার জাঁকজমকপূর্ণ ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সম্মান সূচক একটি ফিফা ব্যালন ডি’অর ট্রফি। ফিফা সভাপতি জেপ ব্লাটারের হাত থেকে পুরস্কারটি পেয়ে আবেগে কেঁদে ফেলেন এই ফুটবল কিংবদন্তি।

“পরিবারের সবাইকে কথা দিয়েছিলাম যে কাঁদবো না। কিন্তু নিজেকে ধরে রাখতে পারলাম না। ”

ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পেলেন বলেন, “যারা ব্যালন ডি’অর জিততো, তাদেরকে আমার খুব ঈর্ষা হতো কারণ এটা আমি জিততে পারিনি। কারণ কখনও আমি ইউরোপে খেলিনি। এখন এটা আমি পেয়েছি।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।