আমাদের কথা খুঁজে নিন

   

ভাড়া বৃদ্ধি নয়, বিজ্ঞাপন দিয়ে আয় বাড়াক অটো

অটোর ভাড়া না বাড়িয়ে বিকল্প রোজগারের চেষ্টা শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রোজগার বাড়াতে ট্যাক্সির মতোই এ বার অটোর ছাদে বিজ্ঞাপন দিতে চাইছে আইএনটিটিইউসি নেতৃত্ব। সরকারের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতিও চেয়েছেন তারা। ভাড়া না বাড়িয়ে বিকল্প রোজগারের পথ তৈরি হলে তাতে আপত্তি নেই বিরোধী শ্রমিক সংগঠন সিটু-রও। কিন্তু এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছে সিটু।

গতকাল মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কলকাতা, শহরতলি ও সাতটি জেলার অটোচালকদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের শ্রমিক নেত্রী দোলা সেন।

তার দাবি, এ দিন অন্তত ৬হাজার অটোচালক বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন সাতটি জেলার তৃণমূল অটো ইউনিয়নের প্রধান শুভাশিস চক্রবর্তী, মানা চক্রবর্তী, অরূপেশ ভট্টাচার্য, রামকৃষ্ণ পাল, সুনীল তরফদার এবং মেঘনাদ পোদ্দারও।

উল্লেখ্য, বৈঠকে তৃণমূলের শ্রমিক নেতৃত্ব অটোচালকদের কাছে দু’টি বার্তা পৌঁছে দেয়। (১) ভাড়া বাড়ানো চলবে না এবং (২) চার জনের বেশি যাত্রী তোলা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.