আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন আয়ের জন্য কোনটা করবেন?

অনলাইন থেকে আমরা বিভিন্নভাবে আয় করতে পারি।  আমাদের দেশে ফ্রিল্যান্সিং করে অনেকেই ভাল ইনকাম করছে কিন্তু অনেকেই বিড করে কাজ করতে চায় না অথবা রাত জেগে কাজ করতে পচ্ছন্দ করে না। তাই অনেকেই অনলাইন বিজনেস করতে আগ্রহি হচ্ছে।
প্রথমেই সম্মান জানাচ্ছি প্রতিটি অনলাইন ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সাদের যারা কষ্ট করে আমাদের দেশের রেমিটেন্স বৃদ্ধতি অবদান রাখছে। অনলাইনে প্রতিটি বিজনেসই ভাল।

আপনি যে কোন পদ্ধতিতে ইনকাম করতে পারেন।  আজকে আমি আলোচনা করব আপনি কোনটা বিজনেস করবেন
ফ্রিল্যান্সিং করে ভাল ইনকাম করার সুযোগ আছে কিন্তু সবেচেয়ে বেশী ইনকাম হয় অনলাইন বিজনেস থেকে।
আমি এই দুইটা বিজনেস এর তুলনামুলক পার্থক্য তুলে ধরার চেষ্টা করব।
বিজনেস বলতে আমরা সহজে বুজি যেখানি আপনাকে বিনিয়োগ করতে হবে এবং এরপর আপনার প্ররিশমের মাধ্যমে আপনার প্রফিট করবেন। আমাদের দেশে অনলাইন বিজনেস Forex বিজনেস বেড়েছে সেই অনুযায়ী এফিলিয়েট বিজনেস/অনলাইন বিজনেস গড়ে উঠেনি।



Forex VS Affiliate Marketing
Forex হল কারেন্সি কেন/বেচা মার্কেট/  অপরদিকে এফিলিয়েট মার্পোটিং পোডাক্ট/সার্ভিস এর মার্কেট।
Forex আপনার বিনেয়োগ করতে হয় অনেক। অনদিকে এফিলিয়েট বিনিয়োগ ততটা প্রয়োজন হয় না।
Forex বিনিয়োগ ছাড়া ইনকাম করতে পারবেন না ( আপনাকে ডিপোজিট করতে হবে এরপর আপনি ইনকাম করতে পারবেন অপরদিকে এফিলিয়েট মার্কেটিং নিজের কোন ডিপোজিট এর প্রয়োজন পড়ে না।
Forex মার্কেটে ৯৫% নতুন ট্রেডারদের একাউন্ট শুন্য হবে কিন্তু এফিলিয়েট মার্কেটিং আপনি পেইড মার্কেটিং করলেও একাউন্ট শুন্য হবার কোন সুযোগ নাই।


Forex আপনি ভুল করলেও আপনার বিনিয়োগের মুলধন সম্পূর্ন হারাতে পারেন আপনার সব টাকাই লস অপরদিকে এফিলিয়েট মার্কেটিং এই রকম কোন সুযোগ নাই।
Forex মার্কেটে একদিনে ১০০০ ডলার ইনকাম কারা যায় আবার ১০০০ ডলার লস হতেও পারে। কিন্তু এফিলিয়েট মার্কেটিং এই রকম সুযোগ নাই।
Forex মার্কেটে লস করেছে এই রকম আমাদের দেশে অনেক নমুনা আছে কিন্তু এফিলিয়েট মার্কেটিং লসের পরিমান অনেক কম।
Forex থেকে কুইক মানি ইনকাম করা যায়, অনেকে নতুন ট্রেডার ১০০ ডলার বিনিয়োগ করে ২০০ ডলার ইনকাম করে শেষে দেখা গেছে একাউন্ট ব্যলেন্স শুন্য (০) কিন্তু এফিলিয়েট মার্কেটিং এত তাড়াতাড়ি ইনকাম করা যায় না।

এখানে আপনাকে প্রথম ভাল করে কাজ এফিলিয়েট মার্কেটিং (SEO, PPC,PPV, Media Buy, Solo Ad, Email marketing, Youtube Marketing etc, ) ভাল করে শিখতে হবে।
[[ বিঃদ্রঃ বারবার বলছি,লেখাটি যদি আপনার ভালো লাগে তাহলে বিনীত আবেদন করছি যে, লেখাটি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করবেননা। প্রকাশের পূর্বে দয়া করে অনুমতি নিবেন। ]]]
 

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।