আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুর-১ আসনে কঠোর নিরাপত্তা, ভোটার কম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ৮১টির মধ্যে স্থগিত ২১টি ভোটকেন্দ্রে আজ সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে।

ভোট উপলক্ষে কেন্দ্রগুলোর ভেতর ও বাইরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।

গত ৫ জানুয়ারি ওই আসনে সহিংসতার ঘটনায় এক শিবিরকর্মী নিহত হন। সহিংসতার কারণে লক্ষ্মীপুর-১ আসনের ২১টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত এখানকার কোনো কেন্দ্রে সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর-১ আসনে নৌকা মার্কার প্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।