আমাদের কথা খুঁজে নিন

   

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়িকা রত্না

দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মুক্তিযোদ্ধাকন্যা চিত্রনায়িকা রত্না। বুধবার তিনি ঢাকা জেলার হয়ে মনোনয়নপত্র কেনেন।

রত্না বলেন, অভিনয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন। এখন আমি দেশ ও জনগণের জন্য কিছু করার স্বপ্ন থেকেই সংসদে যেতে চান।

সংস্কৃতিমনা প্রগতিশীল পরিবারের বেড়ে দোহারের মেয়ে রত্না বলেন, ''স্কুল-কলেজে পড়াকালীন সময় থেকেই  দেশ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতাম।

ব্যক্তিগতভাবে চেষ্টা করতাম মানুষের জন্য কিছু করার। তবে বড় আঙ্গিকে তেমন কিছু করার সুযোগ হয়ে ওঠেনি। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি সততার সঙ্গে দেশের সেবা করার চেষ্টা করব। ''

শিক্ষাজীবনে ছাত্র রাজনীতির কোন কমিটিতে ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে রত্না বলেন, ''সরাসরি কোন কমিটিতে থাকিনি। কারণ আমি নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আবদ্ধ করতে চাইনি।

তবে মনে-প্রাণে সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেছি। মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। স্বপ্ন দেখেছি দেশটাকে নিয়ে। ''

রত্না জানিয়েছেন, শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

এদিকে রত্না এরই মধ্যে শেষ করেছেন শাহীন পরিচালিত ‘সেদিন বৃষ্টি ছিল’ ছবির কাজ।

জনপ্রিয় এ নায়িকা বর্তমানে বাংলাদেশ ক্যাপিটাল ল’কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।