আমাদের কথা খুঁজে নিন

   

আমার চার বছরের ছেলের সাথে কথোপকথন

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আলিফ মোবাইলে সাপ গেমটা খেলতে শিখেছে কয়েকদিন হলো। প্রথম প্রথম ২-৩ এর বেশি করতে না পালেও এখন সে ৪০ পর্যন্ত যেতে পারে। কিন্তু যখনই সাপটা ওয়ালের সাথে লেগে গেম ওভার হয়ে যায় তখন সে রেগে আমাকে বলে

: আব্বু গেমের ভিতরে ওয়াল কে দিয়েছে?
আমি: যেহেতু চাইনা মোবাইল তাই মনে হয় চাইনা লোকেই দিয়েছে!
আলিফ: চাইনা লোককে ধরে নিয়ে আসো, তাদের খাবো!
আমি: চিন্তা করে...... চাইনা লোকদের আমি একা কিভাবে ধরে নিয়ে আসবো? তাদের সাথে কি আমি একা পারবো?
আলিফ: বন্দুক নিয়ে যাবা!
আমি: বন্দুক কোথায় পাবো?
আলিফ: আর্মির কাছ থেকে নিবা!
আমি: চিন্তা করে.....ঠিক আছে, অপিস থেকে আসার সময় দেখবো।


অফিস থেকে আসার পরে আবার আমার মোবাইল নিয়ে খেলতে গিয়ে গেম ওভার হলে রেগে আমাকে বললো
:তোমাকে না বলেছি চাইনা লোকদের ধরে নিয়ে আসবা, আসোনি কেনো?
আমি: আর্মিতো আমাকে বন্দুক দিতে চায়না। বলে কি সরকারের অনুমতি ছাড়া বন্দুক দেওয়া যাবেনা।
আলিফ: সরকারকে ধরে নিয়ে আসো, সরকারকেই খাবো!
আমি: এখনতো রাতের বেলা, সরকার ঘরে চলে গেছে দেখি সকালে ধরে নিয়ে আসবো
আলিফ: না এখনই যাও, সরকারকে ঘর থেকে ধরে নিয়ে আসো..
আমি: সরকার তো ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে আছে। এখন তো রাতের বেলা দরজা খুলবে না.....

( এর পরে যে কি বলবো... চিন্তায় আছি )

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।