আমাদের কথা খুঁজে নিন

   

মখা আলামগীরকে জুতার শুভেচ্ছা



এক সময়ের পাকিস্থান আমলের জাঁদরেল আমলা, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরকে আজ বিকাল ৫টার সময় তার নির্বাচনী এলাকা-কচুয়াবাসীরা জুতার শুভেচ্ছা জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের অনেক দেশপ্রেমিক চাকরি ছেড়ে যুদ্ধে যোগদান করলেও তিনি (মখা আলমগীর সাহেব) তার দেশপ্রেমের পারিচয় দিলেন সরকারী চাকরিতে বহাল থেকে। তিনি কিছুতেই তার চাকরি ছাড়লেন না। লাখো মানুষের প্রাণের বিনিময়ে এক সময়ে আমাদের দেশ পাকিস্তানী হানাদার মুক্ত হলো। মখা সাহেব আবার স্বাধীন দেশে আওয়ামীলীগের সাথে সখ্য সম্পর্ক স্থাপন করে উপযুক্ত পদে বহান হন।

অবশ্য স্বাধীনতা যুদ্ধের সময় চাকরি না ছাড়ার ফলে-রাজাকারের লিস্টে তার নাম উঠে যায়। এমন অভিযোগ করেছেন-বঙ্গবীর কাদের সিদ্দিকী।
মখা আলমগীর বরাবরেই উল্টো পথে হাঁটেন। উল্টো কথা বলেন এটাই তার স্বভাব। কিছুদিন আগে রানা প্লাজা ধসের তার নাড়ানাড়ির কথায় আলোড়ন সৃষ্টি করে সারা দেশে।


বিএনপির ভাষায় বর্তমান অবৈধ সরকারে মখা সাহেবের জায়গা হলো না তাতে কি? বৈধ সরকারের পাওয়ার ফুল দায়িত্ব-স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আচ্ছামত ধোলাই দিয়েছে।
মখা আলমগীর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন-হেফাজত ইসলাম বাংলাদেশের শাপলা চত্বরের জনসভায় রাতের আধাঁরে নিরীহ মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করার কারণে।
বাংলাদেশ আওয়মীলীগের মত একটা পরীক্ষিত দল কবে যে মখাদের মত এমন বেফাঁস মন্তব্যকারী ব্যাক্তিদের হাত থেকে মুক্ত হবে কে জানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।