আমাদের কথা খুঁজে নিন

   

জয়ে ফিরল শেখ রাসেল

গত মৌসুমে তিন ট্রফি জেতা শেখ রাসেলের ভাগ্য এবার কি ঘটবে? মৌসুমে প্রথম ট্রফি ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায়। লিগেও যে শিরোপা ধরে রাখতে পারবে তা তাদের নৈপুণ্য দেখে বলা মুশকিল। বেশ ক'জন তারকা খেলোয়াড় চলে যাওয়াতে এমনতিইে তারা দুর্বল। তারপরও লিগে টানা দুই ম্যাচ জিতে সমর্থকদের উজ্জীবিত রেখেছিল। কিন্তু তৃতীয় ম্যাচে ড্র নয়, ব্রাদার্স ইউনিয়নের কাছে ০-১ গোলে হেরে যায়।

এতেই সামনের পথ চলা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে সমর্থকরা। গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে ফেনী সকারের বিপক্ষে তাদের খেলার যে গতি ছিল তাতে পুনরায় পয়েন্ট হারাতে হয় কিনা সেই সংশয়টা জেগে উঠেছিল। না, হতাশায় মাঠ ছাড়তে হয়নি বিপ্লবদের। আবাহীর কাছে পয়েন্ট কেড়ে নেওয়া ফেনী সকারকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে শেখ রাসেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে জয় পেয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

সত্যি বলতে কি, শেখ রাসেল যে তৃপ্তি নিয়ে মাঠ ছাড়বে সেই আশা ছেড়েই দিয়েছিলেন সমর্থকরা। গোল করার মতো আক্রমণই তারা করতে পারছিল না। কেমন জানি ঢিমেতালে লড়ে যাচ্ছিল। এর চেয়ে বরং ফেনীর খেলার মধ্যে কিছুটা হলেও ছন্দ লক্ষ্য করা যায়। তিন ট্রফি জেতা শেখ রাসেল মাঠে আছে তা চিনতে হচ্ছিল জার্সি দেখেই।

প্রথম ম্যাচে মিঠুনের হ্যাটট্রিকে রাসেল যে গতিময় খেলা খেলে তাতে অনেকে তাদের ব্যাপারে আশাবাদী হয়ে উঠে। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে চাপে রাখে। কিন্তু তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ব্রাদার্সের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। ১ গোলে হেরেছে কিন্তু যে সুযোগ পেয়েছিল তাতে যে ব্রাদার্স ছেলেখেলা খেলেনি এটাই ভাগ্য। এক হারের ধাক্কায় শেখ রাসেলকে শুরুতে গতকালও বেশ নিষ্ক্রিয় মনে হয়েছে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ৭০ মিনিট গড়ানোর পরই মনে হচ্ছিল টানা দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়নরা জয়ের মুখ দেখতে পারবে না। শেষ পর্যন্ত হতাশা কেটে যায় ৭৮ মিনিটে। এ সময় মিঠুনের পাস থেকে শাকিল ফেনীর জাল স্পর্শ করলে বিপ্লবরা যেন জেগে উঠে। ৮৯ মিনিটে মরক্কোর ইউনিস ব্যবধান দ্বিগুণ করলে শেখ রাসেল বিজয় উল্লাসে মাঠ ছাড়ে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।