আমাদের কথা খুঁজে নিন

   

আজ বন্ধ্যা ঘড়ির কাটা




বৃষ্টি পড়ুক ভিজুক ছাদে শুকনো জামা আর
পড়ুক চুলায় ভাতের মাড় পুড়ে হোক অঙ্গার
পুড়তে পড়ুতে কয়লা হোক হয়ে যাক ছারখার
চল পুড়ি তুমি আমি আর আমাদের সংসার

যেওনা কোথাও আজ থাকো আমার পাশে
ছুড়ে ফেলে লেপ তোষক কাঁথা আর বালিশে
আজ যাবনা অন্য কোথাও বাজার কিংবা অপিসে
আজ দিনটা হোক অন্য রকম ধোয়াটে উচ্ছাসে

আজ থেমে যাক ঘড়ির কাটা বদ্ধ দরজা জানালা
আজ মেটাবো তোমার আমার মনের যত জ্বালা
আজ শুনাবো আর শুনব যত কথা আছে না বলা
আজ নিয়ম হোক ব্যাতিক্রম উষ্ণতায় ভেজার পালা

না না যেওনা যেতে দেবনা ছাড়বনা হাত
সকাল দুপুর সন্ধ্যা গড়িয়ে হয়ে যাক রাত
আজ শুধু তুমি আমি আর চাইনা কোন উৎপাত
কাল থেকেই হোক আবার আছে যত সংঘাত

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।