আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক পেজঃ নির্মল বিনোদন এবং ...

এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়।

গরম খবরঃ
গত কয়েকদিন ধরে ‘বিবাহ যোগ্য পাত্র পাত্রী’ পেজটি ফেইসবুক হিট লিস্টে অবস্থান করছে। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এমন কোন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে এখনো এ শুভ পেজটির শুভ উদ্ভোধন করা নি! শুধু প্রতিষ্ঠানকেন্দ্রিক না হয়ে পাত্র-পাত্রী পেজ এখন ডিপার্টমেন্ট, প্রফেশন এমনকি হল পর্যায়েও তার শাখা প্রশাখা বিস্তার করেছে! ‘প্রকৌশলী পাত্র-পাত্রী বাজার’, ‘বিবাহযোগ্য পাত্র-পাত্রী–অমুক ডিপার্টমেন্ট’, ‘তমুক হলের বিবাহযোগ্য পাত্র-পাত্রী’ ‘ডাক্তার পাত্র-পাত্রী সমিতি’ ইত্যাদি পেজ থেকে বিবাহ-পাগল পাত্র-পাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের পছন্দের সঙ্গীকে বেছে নিচ্ছেন। কিছুদিন আগে ‘অমুক ক্রাশেস অ্যান্ড কনফেশনস’ পেজ রমরমা ব্যাবসা করেছে। কিন্ডার গার্ডেন থেকে শুরু করে ভার্সিটি সব প্রতিষ্ঠানের এক একাধিক কনফেশন পেজ সৃষ্টি হয়েছে।

ফলশ্রুতিতে ক্রাশ খাওয়ার হার বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে অব্যক্ত কথা ইনিয়ে বিনিয়ে কনফেশন পেজে ব্যক্ত করার প্রবণতাও বেড়ে গেছে। যার ফলাফল রেকর্ড সংখ্যক গোল্ডেন জিপিএ পাইপ (প্রেম-প্রীতিতে)! এ রেকর্ড সংখ্যক জিপিএ পাইপ ধারীকে সঠিক পথের সন্ধান দিতেই উৎপত্তি হয়েছে ‘বিবাহ যোগ্য পাত্র-পাত্রী’ নামক বহুল আলোচিত পেজটির। ফেইসবুক বিশ্লেষকরা মনে করেন আইবুড়ো/বুড়িদের জীবনে এ জাতীয় পেইজ বৈপ্লবিক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

হালকা-শ্লেষনঃ
‘অমুক ক্রাশেস অ্যান্ড কনফেশনস’ পেজে অ্যাডমিন ক্রেডিট নেই বললেই চলে। জাস্ট কপি করেই পোস্ট দিলেই কেল্লা ফতে।

অ্যাডমিন অনেক সময় পড়েও দেখেন না তিনি যে পোস্টটি করেছেন সেটি কি ছিল। কিছুদিন আগে একটি পাবলিক ভার্সিটির কনফেশন পেজে একটি মেয়েকে নিয়ে অশ্লিল কনফেশন পোস্ট করা হয়। পোস্ট করার পর অ্যাডমিন পুরো দুদিন লাপাত্তা ছিল। অ্যাডমিনের নির্বুদ্ধিতায় এ দুদিনে মেয়েটির যা ক্ষতি হবার তা হয়ে গেছে। অনেকে আবার বন্ধুকে পঁচানোর কিংবা নিজেকে পপুলার করার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন কনফেশন পেজকে।

ফেইসবুক জনতা এজন্যই হয়তো ‘বিবাহ যোগ্য পাত্র পাত্রী’ পেজের দিকে ঝুকছেন। এটা মানতে দ্বিধা নেই পাত্র-পাত্রী পেজের অ্যাডমিন কে মেধা খরচ করেই পোস্ট দিতে হয়। প্রাপ্য হিসেবে অ্যাডমিন এর ঝুলি লাইকস এন্ড কমেন্টস এ পরিপূর্ণ হয়। নির্মল বিনোদনের পাশাপাশি এ পেজ এমন কিছু অপ্রতিকর ঘটনার জন্ম দিচ্ছে যা একজন সুস্থ্য ফেসবুক ব্যবহারকারী হিসেবে মেনে নেয়া কষ্টকর। বিশেষ করে পাত্রীদের পোস্ট গুলোতে কিছু ফেইক আইডিধারী এমন সব অশ্লীল মন্তব্য করছে যা ওই পাত্রীর জন্য শুভকর নয়।

অ্যাডমিন এর পক্ষেও ২৪ ঘন্টা বসে বসে কমেন্ট ডিলিট করা অথবা ব্যান্ড করা সম্ভব নয়
। মানলাম পেজগুলো চেয়ে চিন্তে লাইক নেয়ার পেজ নয়, পেজের প্রতিটি পোস্ট আপনার রেডিমেট বিনোদনের উৎস্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু... কিন্তু অন্যদিক ভুক্তভোগীর যে অপূরণীয় ক্ষতিটা হচ্ছে তার কি হবে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।