আমাদের কথা খুঁজে নিন

   

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কুয়াশা কমে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় চার শতাধিক যানবাহন রয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১০টি রো রো (বড়) এবং দু’টি কে টাইপ (ছোট) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই করে তিনটি রো রো এবং বাকি সবগুলো ফেরি পাটুরিয়া ঘাট পন্টুনে যানবাহন বোঝাই করে পারের অপেক্ষায় রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।