আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে গাড়ির ভেতর বাংলাদেশি চিকিৎসকের লাশ!

নিউইয়র্কে নিজ গাড়ির ভেতর থেকে ডা.শাহিন আহমেদ (৪৮) নামে এক বাংলাদেশি চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপশহর লং আইল্যান্ডের বাসিন্দা।

জানা গেছে, প্রতিদিন বিকেলে ডা.শাহিনের ব্যায়াম করার অভ্যাস ছিল। গত বুধবার বিকেলে বাসা থেকে নিউ হাইড পার্কের কাছে ব্যায়াম করতে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি। ভোর রাতে পরিবারের সদস্যরা হাইড পার্ক এলাকায় গিয়ে গাড়ির সামনের সিটে তাকে বসা অবস্থায় দেখতে পান।

ঠান্ডায় তার শরীর শীতল হয়েছিল।

পরিবারের সদস্যরা দ্রুত পুলিশে খবর দিলে অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা উল্লেখ করেন। কমিউনিটির পরিচিত মুখ ডা.শাহিন আহমেদ সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি লং আইল্যান্ড জুইস হাসপাতালে কর্মরত ছিলেন। বাংলাদেশের সাতক্ষীরা জেলার সন্তান ডা.শাহিন আহমেদ ২১ মাসের ছেলে ও ৬ মাসের শিশু কন্যার জনক। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.