আমাদের কথা খুঁজে নিন

   

চুক্তির ফলে চীনে ‘আইফোন জোয়ার’

২০১৩ সালে চীনে আইফোন বিক্রি বৃদ্ধির লক্ষ্যে টেক জায়ান্ট অ্যাপল এবং চীনা প্রতিষ্ঠান চায়না মোবাইল চুক্তিবদ্ধ হয়েছিল।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ৬৩ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন এ ধরনের দেশে অ্যাপল সাধারণত মাসে ২০ লাখ আইফোন বিক্রি করে। কিন্তু চীনে এ সফলতার পর বর্তমানের হিসাব করলে প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিমাসে গড়ে দুই কোটি ৩০ লাখ আইফোন বিক্রি করবে।



বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটরের সঙ্গে করা চুক্তিটিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ‘এক সন্ধিক্ষণের দিন’ হিসেবে অভিহিত এবং চায়না মোবাইলকে ‘খুব দৃঢ় নেটওয়ার্কের’ প্রতিষ্ঠান বলে প্রশংসা করেন। এছাড়াও কুক জানান, চীনে ইতোমধ্যেই পাঁচ লাখ আইফোন অ্যাপ ডেভলপার আছেন।


অন্যদিকে চীনা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের এক পর্যায়ে কুক জানিয়েছিলেন, চুক্তিটির অন্যতম একটি গুরুত্ব হচ্ছে এটি তাদের আইফোনকে একটি ভিন্নস্তরে নিয়ে যাচ্ছে। সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তি, প্রথমবারের মতো টিডি-এলটিই। সব মিলিয়ে এটি অনেক বড় একটি চুক্তি এবং তিনি এতে বেশ খুশি।
কুক আরও জানিয়েছিলেন, বড়দিনের প্রান্তিকেই চীনে অ্যাপল আগের চেয়ে অনেক বেশি আইফোন বিক্রি করেছে। কিন্ত প্রান্তিকের ফলাফল আসার আগে প্রতিষ্ঠানটি নীরব থাকায় মোট কত আইফোন বিক্রি হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

তবে গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, কুকের মন্তব্য থেকে অনুমান করা যায় প্রতিষ্ঠানটির আইফোন বিক্রির সংখ্যা এক কোটি ছাড়িয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.