আমাদের কথা খুঁজে নিন

   

৩টি ছড়া



১. আয় আয় সোনামনি

আয় আয় সোনামনি
ভাত মেখেছি কতখানি
একটু খেয়ে যা
বলটা নিয়ে যা।

চাঁদমামা একটু খাবে
ময়নাপাখি একটু নিবে
দাদা-দাদু পেট ভরাবে
বাকীটুকু খোকন খাবে।

আয় বাবা খেয়ে যা
সব কিছু নিয়ে যা।

তেমন কিছু খায় না
অসুখ ব্যারাম যায় না
পেট ভরে না তার
মন ভরে না মার।

২৬.১২.২০১৩

২. ফণা তুলছে শাপ

ফণা তুলছে শাপ
ওরে বাপরে বাপ
শাপ করে হোস ফোস
রাগে তার নেই হুশ।



ছোঁ মারছে যারে তারে
ছুটছে সে দ্বারে দ্বারে
পালায় সবাই দিক-বেদিক
লুকিয়ে যায় এদিক সেদিক।

তাই না দেখে খোকন সোনা
লাঠি নিয়ে দেয় হানা
শাপ তখন দেয় ছুট
হুট হুটা হুট হুট।

০৫.০১.২০১৪


৩. আমি এখন বাবু নই

“এই দেখনা কত খেলনা
নয় তাতো কোন ফেলনা,
ব্লক, বেলুন, গাড়ি, ট্রেন
ট্রাক, রোবট আছে প্লেন।
আর কি চাও?
নাও, তবে নাও।
মজার মজার খেলনা
লাগবে তোমার আর না।



“আমি এখন বাবু নই,
ইসকুলে পড়ি,
খেলনা আর চাই না
বলতে পারি।
আমায় তুমি এনে দাও
কমপিউটার-
সব কিছু আছে তাতে,
কম কী তার?
আঁকবো, পড়বো, খেলবো
অনেক অনেক শিখবো।
আমি এখন হচ্ছি বড়
আমায় নিয়ে শিখতে চলো। ”

১৫.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।