আমাদের কথা খুঁজে নিন

   

৫ম স্রেনীর ''পিএসসি'' এবং কিছু কথা

সবার আগে নিজেকে জানতে শেখো........... নিজের মনের গভীরতাকে মাপার চেষ্টা করো......... তাহলেই অন্যের মন বোঝার হ্মমতা তোমার হবে *_* ~_~ যে বয়সে ৫ম শ্রেণীর একজন বাচ্চার খেলার বয়স , সে বয়সে শিশুটিকে অংশগ্রহন করতে হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় ! বিভিন্ন গ্রেড দিয়ে শিশুদের অনুপ্রেরণাও দেওয়া হচ্ছে ! কেনো একটি শিশুকে ৫ম স্রেনীতেই এতো বড় প্রতিযোগিতায় নামতে হচ্ছে ? এর উত্তরও অনেকেই দিয়েছে, ''একটা প্রতিযোগিতার মধ্যে থাকলে শিশুরা লেখাপড়ার মধ্যে আগ্রহ খুঁজে পায়,ভালো করার তাগিদ থেকে পড়াশোনা করতে পারে !! '' আর এর মাধ্যমেই একটি শিশুর কচিমনে প্রবেশ করছে প্রতিদ্বন্দ্বী মনোভাব,অন্যকে হারিরে দেওয়ার তাগিদ ! ,ছেলে/মেয়ের বন্ধু ভালো করে ফেলেছে তাই এর ঝাল সন্তানের উপর নেওয়া শুরু করে অভিভাবক ,ভালো ফলাফল করা বন্ধুর সাথে মিশতে বারণ করে দেয় মা ! শিশু বয়সেই একটি বাচ্চা আটকা পড়ে যায় দণ্ডের বেড়াজালে !! কেনো এতো অল্প বয়সেই ৫ম স্রেনীর বাচ্চাকে মুখোমুখি হতে হবে এতো সব হিংসা-বিদ্বেষের সামাজিকতায় ?? উন্নত দেশগুলোর বাচ্চাদেরতো এই প্রতিযোগিতার মধ্যে আনা হয় না ! ওরাতো কলেজ পর্যন্ত খুব আরামেই পড়াশোনা করে !!! প্রতিযোগিতার মনোভাব নিয়ে কখনো প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না , আর তাই এইসব বাচ্চারাই বড় হয়ে জড়িয়ে পড়ে দুর্নীতি সহ নানা অপরাধে !কারণ ছোট বেলা থেকেই এদের মধ্যে বিস্তার লাভ করেছে যেভাবেই হোক আরেকজনের থেকে আমাকে এগিয়ে থাকতেই হবে !!! বছরে বুয়েট থেকে ২০০০ ইঞ্জিনিয়ার বের করানো যায় , বের হয়েই যারা ঝাপিয়ে পরে টাকা কামানোর নেশায় কিন্তু আমরা কখনই পায়নি বিশ্ব সেরা বিজ্ঞানী !!!! আর এখানেই আমরা উন্নত বিশ্ব থেকে আলাদা :/ :/ আমার প্রত্যাশা , প্রতিযোগিতার এই মনোভাব থেকে বেরিয়ে আসবে আমাদের শিশুরা , কোনো অভিভাবকই চাবে না -একটা এ+ এর জন্য সন্তান নিজেকেই বলি দিয়ে দিক !!!!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।