আমাদের কথা খুঁজে নিন

   

কাল ফের শুনানি

সকাল সাড়ে ১০টায় শুরু হয় শুনানি। চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ট্রাইব্যুনালের শুনানিতে আগেরবারের মতো গতকালও উপস্থিত ছিলেন না মোহাম্মদ রফিকের কোনো আইনজীবী। এছাড়া উপস্থিত ছিলেন অভিযুক্ত সব ক্রিকেটারেরই প্রতিনিধি। উপস্থিত ছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ক্রিকেটার ড্যারেন স্টিভেনসন।

ছয় ঘণ্টার শুনানি শেষে ট্রাইব্যুনাল কমিটি একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেন, শুনানি সম্পর্কে কোনো তথ্য জানানো হবে না। আগামীকাল পুনরায় বসবে শুনানি। শুনানি শেষে ট্রাইব্যুনাল থেকে কোনো কিছু না জানালেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আইনজীবী ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী স্পষ্ট করেই জানিয়েছেন, বিদেশি ক্রিকেটারদের না জড়িয়ে শুধু দেশি ক্রিকেটার ও সংগঠকদেরই ফাঁসানো হয়েছে। এছাড়া গ্ল্যাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ট ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের কথা জানার পাশাপাশি অর্থও নিয়েছেন।

বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় দেশি ও বিদেশি ক্রিকেটারসহ ৯জনকে অভিযুক্ত করে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু।

অভিযুক্তদের মধ্যে অন্যতম মোহাম্মদ আশরাফুল। আকসু রিপোর্ট দেওয়ার আগেই ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন আশরাফুল। তার স্বীকারোক্তিতে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। আশরাফুলের পাশাপাশি শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল্য লুকারেচ্চি অভিযোগ স্বীকার করেন এবং গত বছরের ১৯ নভেম্বর ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে লঘু শাস্তির আবেদন করেন। গতকাল ছিল ট্রাইব্যুনালের দ্বিতীয় শুনানি।

গতকাল শুনানি শেষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধার সেলিম চৌধুরী ও তার ছেলে শিহাব চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী বলেন, 'ইয়ান পন্টের নামে কোনো চার্জ নেই। ট্রাইব্যুনাল এই প্রশ্নটি উত্থাপিত করেছে। আমরা উত্থাপিত করতে চেয়েছি সিরিয়াস চার্জগুলো শুধু বাংলাদেশিদের বিপক্ষে আনা হয়েছে। সে ক্রিকেটার কিংবা মালিক হউক। বিদেশি কারো বিপক্ষে সিরিয়াস কোনো অ্যালিগেশন আনা হয়নি।

' বিপিএলের দ্বিতীয় আসরে দুটি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আছে গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। একটি চিটাগাং কিংসের বিপক্ষে। গ্ল্যাডিয়েটর্সের আইনজীবী ওই ম্যাচ নিয়ে বলেন, 'ওই ম্যাচে শুধু আশরাফুলকে অভিযুক্ত করা হয়েছে। অথচ ২৬ রানে ৫ উইকেট হারানোর মধ্যে উপরের সারির ব্যাটসম্যানরাও রয়েছেন। তাদের বিপক্ষে কোনো অভিযোগ নেই।

পন্টের বিপক্ষে কোনো অভিযোগ আনা হয়নি। আমরা শুনেছি পন্ট পুরো বিষয়টা জানতেন। এবং সে ৬ হাজার ডলারও নিয়েছেন এর জন্য। অথচ তার নামে কোনো অভিযোগ নেই। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।