আমাদের কথা খুঁজে নিন

   

Happy New Year 2013

স্বপ্ন তাড়া করে ফিরি, নতুন দিন মানেই নতুন কিছু, দিন বদলের বিশ্বাসে নিশ্বাস নিই, সুদিনের অপেক্ষায়.। .। ডিসেম্বর ৩১ শেষ, জানুয়ারীর ১ তারিখ, হ্যাপি নিউ ইয়ার। কনকনে শীত, থার্টি ফার্স্টের জমকালো প্রোগ্রাম, উত্তরবঙ্গে, দক্ষিণ বঙ্গে মরছে মানুষ, হ্যাপি নিউ ইয়ার। তাজরীনে আগুন, শত লাশের মিছিল, লাশের খোঁজে স্বজন, হ্যাপি নিউ ইয়ার।

টিভি ক্যামেরা, সাংবাদিক, পুলিশ, মানুষের সামনে বিশ্বজিতকে হত্যা, হ্যাপি নিউ ইয়ার। রামুতে বৌদ্ধ পল্লিতে রাতের আঁধারে বর্বর হামলা, বিচার নেই, হ্যাপি নিউ ইয়ার। সাগর-রুনির ছোট্ট মেঘের অনাথে পরিণত হয়ে যাওয়া এক রাতে, হ্যাপি নিউ ইয়ার। লাগাতার হরতাল, দূর্বিষহ মানুষের জীবন, হ্যাপি নিউ ইয়ার। গাড়ী ভাংচুর, বাসে জ্বলে পুড়ে অঙ্গার যাত্রীর দেহ, হ্যাপি নিউ ইয়ার।

আবার বাড়বে বিদ্যুতের দাম, বাড়বে জ্বালানি তেলেরও, হ্যাপি নিউ ইয়ার। সড়কে সড়কে চলবে মৃত্যুর পরিসংখ্যান, নিহতের ঘরে মাতম, হ্যাপি নিউ ইয়ার। ফেলানিরা ঝুলে থাকবে কাঁটাতারে, ঝুলন্ত মানবতার মত, হ্যাপি নিউ ইয়ার। হুমায়ূন চলে যাবে চান্নি পসর রাত আসার আগেই, বৃষ্টিস্নাত মধ্যাহ্নে, হ্যাপি নিউ ইয়ার। নাহ আর এভাবে কত বলা যায়, কত শব্দ খরচ করা যায়, বধির, অন্ধ, বিবেকহীনদের কাছে, তার চেয়ে শ্রেয়, এই তো, বুকের কাছে টেনে নিয়ে বাংলার মাটি, ঘ্রাণ শুঁকে, তাতে নিজেকে সমর্পণ করবার, আর এটুকু বলে যাবার, সারা বাংলা যেদিন সাকিব-তামিম-মুশফিকদের মত এশিয়া কাপে শোনাবে বাঘের গর্জন, সেদিন ডেকো আমায়, পাবে ভিড়ে, মুখে থাকবে- হ্যাপি নিউ ইয়ার।

জানুয়ারি ১, ২০১৩। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।