আমাদের কথা খুঁজে নিন

   

তিন মামলায় জামিন পেলেন খোকন

ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।

বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদের সোমবার খোকনের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে খোকনের পক্ষে শুনানি করেন সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

২৪ ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপার্সন ‘ঢাকাযাত্রা ও সমাবেশের’ কর্মসূচি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাংলা মোটরে পুলিশবাহী একটি বাসে আগুন দেয়া হয়।

এতে এক পুলিশ কনস্টেবল নিহত হন, দগ্ধ হন আরো দুইজন।

পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৮ নেতার নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। ২৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় খোকনকে।

এই মামলা ছাড়াও হেফাজতকে উস্কানি দেয়ার অভিযোগে গত বছর ৫ মে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলা এবং নভেম্বরে কমলাপুর থানায় দায়ের করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন বলেন, এই তিন মামলায় জামিন হওয়ায় মাহবুব উদ্দিন খোকনের কারামুক্তিতে আর বাধা নেই।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।