আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্ন : শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মানুষগুলো কেনো এত বেশি দুষ্ট ?
ঘুষের টাকায় এত বেশি পুষ্ট ।
দালালগণ কেনো এত বেশি শিষ্ট ?
অর্থবিত্তরা কেনো এত বেশি ভ্রষ্ট ?

মানুষগুলো কেনো এত বেশি বান্দর ?
নিমিষেই ধসে ফেলে শাশ্বত সুন্দর।


নিমিষেই ঘটায় সে লঙ্কাকাণ্ড,
সুধীজন কেনা হয় এত বেশি ভণ্ড ?

শিক্ষিতজন কেনো এত বেশি বিলাসী ?
ক্ষমতাশালীদের এতবেশি মাসিপিসি ?
মরণের পরে কেনো এত বড় বেহেসতো ?
পুঁজিপতিদের কেনো এত বেশি দোস্ত ?

আমি কেনো এত ছোট এ ধরার ধূলিতে ?
জ্ঞানকাণ্ড নেই কেনো ছোট মাথার খুলিতে ?

২০.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.