আমাদের কথা খুঁজে নিন

   

জয় বাংলা, ঠেলা সামলা। এইডা কি হইল!!!!!

। । এক লোক গেছেন কুকুরের হাটে কুকুর কিনতে। ক্রেতাঃ ভাই কুকুরের দাম কত? দোকানদারঃ ১০০০০ টাকা। ক্রেতাঃ যদি ছোটটা নেই তাহলে ১০০০ কম হবে না?? দোকানদারঃ সবই তো সমান।

যান ১০০০ কম দিয়েন। ক্রেতাঃ যদি কুৎসিত কুত্তাটাকে নেই তাহলে আর ১০০০ কম হবে না?? দোকানদারঃ আচ্ছা যান। দিয়েন আরো ১০০০ কম। ক্রেতাঃ তুমি কি মনে করেছ কুত্তাটাকে আমি বাড়ি পাহারা দেয়ার জন্য নিয়ে যাচ্ছি? মাসুম বাচ্চা বায়না ধরেছে কুকুর নিয়ে খেলবে। তোমার ভাতিজি।

দোকানদারঃ (কাঁদো কাঁদো স্বরে) যান আরো ১০০০ কম দিয়েন। । ক্রেতাঃ আচ্ছা এখান থেকে যদি পাগলা কুত্তাটাকে নেই তাহলে আর ৫০০ কম হবে না? দোকানদারঃ আরে ভাই। কুত্তা বাদ দেন। আমার ছেলে ছাত্রলীগ করে।

অরে নিয়া যান। টাকাও লাগবোনা সাথে বাড়িও পাহারা দিবো। জয় বাংলা, ঠেলা সামলা। এইডা কি হইল!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।