আমাদের কথা খুঁজে নিন

   

মা-বোনদের মুক্তিযুদ্ধ ও শাহবাগ




এই ছবিটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে এক সাথে মিশে আছে। কি অসম সাহসিকতার সাথে কাধে বন্দুক নিয়ে পুরুষ দের সামনে থেকে দৃপ্ত ভংগীতে মার্চ পাস্ট করেছিলেন মা-বোনেরা.......

আজ পাকিস্তান থাকলে ইনাদের কেও শাহবাগের লাকীর মত খারাপ কথা শুনতে হত......এই ব্লগেরই কয়েকজনকে বলতে শুনেছি ... মেয়েরা ওখানে (শাহবাগে) 'রাত' কাটায়, কোন নেতা কোন নারীর গায়ে হাত দিয়েছেন ইত্যাদি। কিন্তু উনারা যে দেশের প্রতি কি গভীর মমতায় একটা জাস্ট কজের জন্য ওখানে মাটি কামড়ে পড়ে থাকেন (জীবনের ঝুকি নিয়ে), তা কেউ বলে না।

ছবিতে পুরুষদের সামনে এভাবে মাথায় কাপড় না দিয়ে চলার জন্য রক্ষনশীল লোকদের কাছ থেকে গাল মন্দ শুনতে হত এই মা-বোন দের, এখন যেমন শুনতে হয় শাহবাগের আন্দোলনে অংশ নেয়া মা-বোনদের।

'৭০ দশকের এই ছবির মা-বোনদের একজনের পোশাক ও কি ধর্ম পরিপন্হি??????
HELL NO................

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।