আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি পারাপার বন্ধ

নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১২টা থেকে এই পথে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

এ কারণে রাত থেকেই পদ্মা নদীর মাঝখানে আটকা পড়েছে যাত্রীবাহী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, শাহ মখদুম এবং কে টাইপ ফেরি কনকচাঁপা, কলমিলতা, কাকলী ও ডাম্প ফেরি থোবাল, টাপুল, লেনটিংসহ মোট নয়টি ফেরি।

কখন নাগাদ পারাপার শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি ঘাটের এই কর্মকর্তা। 

এদিকে পারাপারের অপেক্ষায় ঘাটের দুই পাড়ে থেমে আছে অন্তত চার শতাধিক পরিবহন। দীর্ঘ সময় ধরে ফেরি সার্ভিস বন্ধ থাকায় অপেক্ষমান বাহনের লাইন ক্রমাগত বাড়ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।