আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানিতে কোটি মেইলের পাসওয়ার্ড চুরি!

দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগকে উদ্ধৃত করে মঙ্গলবার বিবিসি এই খবর দিয়েছে।

নিরাপত্তা দপ্তর জানায়, অসংখ্য কম্পিউটার হ্যাক করে এর মধ্যে থাকা ই-মেইল ঠিকানা ও এগুলোর পাসওয়ার্ড চুরি করে দুর্বৃত্তরা।

এ ঘটনা প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। তবে চুরির শিকার জনগণের জন্য সংস্থাটি একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে ক্ষতিগ্রস্তরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

অনুসন্ধানে দেখা গেছে, হ্যাকার চক্রটি লাখ লাখ কম্পিউটারে তাদের তৈরি করা একটি সফটওয়্যার ছড়িয়ে দেয়; যার ফলে তারা কম্পিউটারগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে পারে। পরে তথ্যগুলো তারা নিয়ে নেয়।

এ ঘটনায় জার্মানির এক পঞ্চমাংশ মানুষ আক্রান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.