আমাদের কথা খুঁজে নিন

   

ভোট হলে ফের তৃণমূল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অন্য যেকোনো দলের চেয়ে ভালো অবস্থানে আছে বলে এক সমীক্ষার ফলাফলে জানানো হয়েছে। মঙ্গলবার লোকনীতি-আইবিএনের প্রকাশিত সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, এ মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২০ থেকে ২৮টি, বামফ্রন্ট পেতে পারে সাত থেকে ১৩টি আর কংগ্রেস পেতে পারে পাঁচ থেকে নয়টি আসন। বিজেপি পাবে বড় জোর দুটি আসন। ২০০৯ সালে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা নির্বাচনে তৃণমূল ১৯, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৬ ও বিজেপি একটি আসন পেয়েছিল। সমীক্ষায় বলা হয়, পশ্চিমবঙ্গের ১৮ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে আর ১১ শতাংশ মানুষ মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে চান। এ রাজ্যে রাহুল গান্ধীর পক্ষে আছেন ৯ শতাংশ মানুষ। অনলাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.