আমাদের কথা খুঁজে নিন

   

BREAKING NEWS : “পিসিবির টুটি” চিপে ধরেছে বিপিএল,আরেকটু হলেই দম বেরিয়ে যাবে...

.............। এতদিন শুনেছি তলোয়ার ধারে ও ভারে কাটে কিন্তু একইসাথে ঘাড়েও পড়ে তা এইপ্রথম জানলাম ও চাক্ষুস প্রমান পেলাম। আর যে বেয়াক্কেল সেই বলির পাঠা, সেই আহামক্কের নাম “পাকিস্তান ক্রিকেট বোর্ড” ডাক নাম পিসিবি। আসেন হিসাব মিলাই “এই বেয়াক্কেল কেমনে কত জায়গায় ধরা খাইসে” ধারে কাটা পড়েছে যেভাবে তাবৎ দুনিয়ার কোন দল পাকিস্তান নামক কবরস্তানে খেলতে না যাওয়ায় পিসিবি প্রতি বছর বিপুল পরিমান আয় থেকে বঞ্চিত হচ্ছে। উপরন্তু নিজেদের পকেট থেকে বড় অংকের টাকা গচ্চা দিয়ে দুবাই এর মত “থার্ড পারসন সিঙ্গুলার নম্বর” দেশগুলোকে নিজেদের হোম গ্রাঊন্ড হিসেবে চালিয়ে দিতে গিয়ে এমন কাটা পড়েছে যে,পিসিবি এখন প্রায় পথের ভিক্ষারী হবার কাছাকাছি।

এবার ভারে কাটে কিভাবে সেই অবস্থা থেকে উত্তরন করার চেষ্টা হিসেবে বাংলাদেশকে তাদের বোমার আঘাতে জর্জরিত কবরস্তান দেশে নিয়ে খেলানোর পাঁয়তারা করে সফল হতে না পেরে এখন, বিপিএলে পাকি খেলোয়ড় না খেলতে দেয়ার অদম্য ইচ্ছা পোষন করেছেন তাদের বোর্ড প্রধান। এর মানে হচ্ছে তাদের খেলোয়াড়ও যা কিছু আয় বাইরের দেশ থেকে করত তাও বন্ধ হবার পথে। তার মানে ঘরে ও বাইরে দুই জায়গায়ই ইনকাম বন্ধ। বোর্ড হলো,ফকির আর খেলোয়াড়রা হতে যাচ্ছে মিসকিন, বৈদেশিক মুদ্রা "ইন" নাই কিন্তু "আউট" আছে মানে ফরেন রিজার্ভ খাচ্ছে কিল। পিসিবি ঘাড়েও নিলো এইবার...হা হা হা ঐখানেই শেষ নয় আমাদের বিপিএলকে ডিস্টার্ব মারার জন্য পিসিবি নাকি তাদের খেলোয়ারদের ব্যস্ত রাখতে তাদের পকেটের পয়সা খরচ করে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করবে।

তাহলে বুঝেন, খেলা দেখবো আমরা,টুর্নামেন্ট আমাদের কিন্তু পয়সা খরচ করবে পিসিবি,কেমনভাবে বিপিএল পিসিবির ঘাঁড়ে বসে জেঁকে টুটি চিপে ধরেছে? এইবার বুঝলাম আমাদের করাত দুই দিকেই না প্রয়োজনে তিনদিকেও কাটে... ধারে কাটে,ভারে কাটে আবার ঘাড়েও পড়ে...হা হা হা হা......এর নাম বাংগালী বাংলাদেশী.........। ......................................................... ***পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।