আমাদের কথা খুঁজে নিন

   

চোখ রাখো চোখে, দেখো চোখের ভেতর ছবি__

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম
পথচলতে, কথা বলতে কখনো কখনো এমনি ভর-দুপুর কিংবা সন্ধ্যেয় হাতে থাকা ক্যামেরায় উঠে আসে এই ছবি গুলো।



আমার চোখে আকাশ


আমাদের গ্রাম


আমাদের গ্রামের শিশু-কিশোর


দু-আনি বাড়ি, ছোট রাজার। সুসং রাজ্যের (বর্তমান সুসং নগর)


দুরন্ত বেলা-২


দুরন্ত বেলা-৩


ফাগুন আসছে।


কবির জন্য শীতের গোলাপ


হ্যালো......... আমার তোলা এ বছরের আলোচিত ছবি।


দাড়িয়ে আছে পিতা যোসেফ কোলে মশিহ


শীতকালীন সোমেশ্বরী নদী, সুসং নগর


মেঘালয়ের দুর্গম পাহাড়!


নীল পানির লেক-৩ .............রয়েছে অপেক্ষায়, জলেশ্বরী নদী সংলগ্ন।




নীল পানির লেক-৩ .............রয়েছে অপেক্ষায়, জলেশ্বরী নদী সংলগ্ন।


প্রনাম মারিয়া


আমার চোখে সোমেশ্বরী


সুসং রাজার রাজবাড়ির একাংশ


নাম না জানা ফুলটি সবার জন্য।


আমার লেখা কবিতার অংশ।


আমার হাতের লেখা।


____________________________

প্রকাশকাল
২০১৪/০১/২২
সুসং নগর।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।