আমাদের কথা খুঁজে নিন

   

আমার মা, আমার জন্মভূমি আজ বিলাপ করছে

জননী জন্মভূমি স্বর্গদাপী গরীয়সী

আমার মা, আমার জন্মভূমি আজ বিলাপ করছে। আজ তার বুকে নরকের আগুন, হায়েনার বুলেট, রক্ত নদী, লাশের মিছিল। অর্বাচিন ছেলের দাপাদাপি, অশুরের হামলা, মায়ের বুক খালি করার প্রতিযোগীতা। আমার মা আজ কাদতে কাদতে চোখের অশ্রু ফুরিয়ে গেছে। আমার মায়ের শ্যামল আচল আজ লালে লাল হয়ে গেছে। আজ মনে পড়ে কবি নজরুলের সেই ঐতিহাসিক কবিতা:
নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া,
আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া।

আহা আজ মায়ের এই ক্রন্দন বিলাপ থামাবার কি কেউ নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।