আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা যে তাই

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। যাদের জন্যে বুকের ভেতর উথাল পাথাল করেনি কোন বিশাল ঢেউ, কোনো দিনই, তারা কেন বিষ্মিত থাকে নিযুত সময় বীতস্পৃহতায় আমার? তাদের তো বলিনি কখোনো আসছি, এক্ষুণি, একসাথে এক প্লেট ফুচকা ভাগ করে খাবো। অনেক ভালবেসেছি অনেককে যাদের বাসি তারা থেকে যায় অধরাই বলেছিল লাইলিকে কে যেন মিললেই ত ফুরিয়ে যাবে। বিষন্নতা যে তাই সাথে সাথে পায়ে পায়ে চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।