আমাদের কথা খুঁজে নিন

   

আদিলুর-এলানকে দুদকের জিজ্ঞাসাবাদ

বৈদেশিক অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেল সোয়া ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ।

দুদক সূত্র জানা যায়, আদিলুর ও এলানের বিরুদ্ধে বিদেশি দাতাগোষ্ঠীর কাছে ভুয়া প্রকল্প দেখিয়ে অনুদানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদক থেকে বের হয়ে যাওয়ার সময় 'দুদক কী বিষয়ে জানতে চেয়েছে' জিজ্ঞেস করলে সাংবাদিকদের আদিল বলেন, সেটা দুদকের কাছ থেকেই জেনে নেবেন। তারাই ভালো বলতে পারবে।

তারা আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে, আমরা সাধ্য মতো দেয়ার চেষ্টা করেছি।

অধিকার প্রসঙ্গে তিনি বলেন, অধিকার আছে, অধিকার চলবে।

উল্লেখ, গত বছরের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও পরিচালক এসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করার পর আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

গতকাল মঙ্গলবার এই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই মামলার নথিপত্রও তলব করেছেন আদালত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।