আমাদের কথা খুঁজে নিন

   

'নো স্টেডিয়াম, নো ম্যাচ'

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার রাজধানী কুরিতিবা। এখানেই প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের একটি অন্যতম স্টেডিয়াম বাইঙ্াডা এরিনা। গত নভেম্বরে স্টেডিয়ামটির কাজ শেষ হয়েছিল ৮৮ শতাংশ। প্রায় দুই মাস চলে যাওয়ার পর কাজ শেষ হলো মাত্র ৯০ শতাংশ! এমন ঢিমেতালে চলায় ক্ষেপে গেল ফিফা। দীর্ঘদিন ধরেই ব্রাজিলকে দৃঢ়তার সঙ্গে সমর্থন দিয়ে আসছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।

তবে ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে ফিফার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থান পক্ষ থেকে বলা হয়েছে, স্টেডিয়াম প্রস্তুত না হলে সেখানে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। এর অর্থ, আগামী মার্চের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করতে হবে কুরিতিবাকে। না হলে এখানকার ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে!

'যদি আপনার কোনো স্টেডিয়াম না থাকে তবে আপনি কোনো ম্যাচ আয়োজন করতে পারেন না। এটাই সত্যি।

' ফিফা সেক্রেটারি জেরোমি বালকে একথা বলেছেন। কুরিতিবায় চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অবস্থা বেগতিক দেখলে ম্যাচগুলো ফিফা সরিয়ে নিতে পারে অন্য কোনো স্টেডিয়ামে। কেবল কুরিতিবারের ক্ষেত্রেই নয়, ফিফাকে চ্যালেঞ্জে পরতে হবে বেশ কয়েকটি স্টেডিয়ামেই। কিছুদিন আগে উদ্বোধনী ম্যাচের আয়োজক সাও পাওলোর করিন্থিয়ানস এরিনাতে ঘটেছে দুর্ঘটনা।

ক্রেন দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুও হয়েছে। এমন দুর্ঘটনা বিশ্বকাপের সময় ঘটলে ফিফার সঙ্গে বিপদে পড়তে হবে ব্রাজিলকেও। এ কারণেই উদ্বোধনী ম্যাচের দিকে ফিফার দৃষ্টি অনেক তীক্ষ্ন। বালকে বলছেন, 'আমাদেরকে উদ্বোধনী ম্যাচটা সফলভাবেই শেষ করতে হবে। কারণ, এর উপর অনেক কিছুই নির্ভর করবে।

' এতকিছুর পরও এখনো ফিফা ব্রাজিলের উপর আস্থা রাখছে। ১৮ ফেব্রুয়ারির মধ্যেই স্টেডিয়ামের কাজ শেষ হবে বলে মনে করছেন ফিফা সেক্রেটারি। দেখা যাক, ফিফার আশা বাস্তবে রূপ দিতে পারে কিনা ব্রাজিল!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।