আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্চে দুই যুগ পার করলাম

মঞ্চের দুই যুগের অভিনয় নিয়ে কিছু বলুন।

মঞ্চে আমার যাত্রা শুরু 'থিয়েটার আরামবাগ' দিয়ে। আমি মঞ্চে প্রথম অভিনয় করি মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় 'সাতঘাটের কানাকড়ি' শিরোনামের একটি নাটকে। ১৯৮৯ থেকে '৯৩ পর্যন্ত এই দলের হয়ে আমি মঞ্চে অভিনয় করি। এরপর ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বিয়ের পর থেকে আমি 'ঢাকা থিয়েটার'র সঙ্গে নিজেকে সম্পৃক্ত করি।

এখনো এ দলের সঙ্গেই আছি। দলের হয়ে আমি অনেক নাটকে অভিনয় করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে হাত হদাই, প্রাচ্য, বন পাংশুল, ধাবমান ইত্যাদি।

 

এই প্রথম মঞ্চে একক অভিনয় করছেন?

হ্যাঁ। আমি মনে করি, দুই বছর মঞ্চে অভিনয়ের পর এমন একটি নাটকে অভিনয় করাটা আমার প্রাপ্য।

একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে মঞ্চে একক অভিনয় করা মানে তার পুনর্জন্ম হওয়া। আমি মনে করি, মঞ্চে আমার নতুনভাবে জন্ম হলো।

 

নতুন মঞ্চনাটক নিয়ে কিছু বলুন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলায় নাটকটি মঞ্চায়ন হবে। এটি রচনা করেছেন হারুনুর রশীদ ও পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম।

এর নাম 'পঞ্চনারী আখ্যান'। নারী বা পুরুষ নই, আসুন আমরা সবাই মানুষ হয়ে উঠি- এ কথাটা উপলব্ধি করার জন্যই আসলে পঞ্চনারী আখ্যান নাটকটি দর্শকের দেখা উচিত। আমার বিশ্বাস নাটকটি সবার ভালো লাগবে।

 

বর্তমানে আমাদের দেশের মঞ্চনাটকের অবস্থা কেমন বলে আপনি মনে করেন।

আমাদের আধুনিক নাটকের মূল ভিত্তি হচ্ছে মঞ্চনাটক।

এখন যদি আমরা শুধু আধুনিকতাকে ধরে রাখি তবে কি করে হবে। আমাদের সারা দেশে অনেক মঞ্চের দল আছে। আমি মনে করি, তারা ভালো করছে। কিন্তু আমাদের টিভি নাটকগুলো যেভাবে পৃষ্ঠপোষকতা পায় তেমনি করে মঞ্চনাটকগুলো পায় না। আমি মনে করি, আমাদের মঞ্চে আরও দর্শক বাড়াতে হবে।

 

টিভি নাটকে অভিনয়ের কি অবস্থা?

পরিবারের কারণে আমি প্রায় ছয়-সাত বছর টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। বাচ্চাদের দেখাশোনা, পড়ালেখা করাতে তাদের পেছনে অনেক সময় দিতে হয়। এ ছাড়া আমি সব সময় একটু বেছে বেছে কাজ করতে পছন্দ করি। বর্তমানে প্রচার চলছে মাতিয়া বানু শুকু ও যুবরাজ পরিচালিত ধারাবাহিক নাটক 'প্রজ্ঞা পারমিতা' ও অরণ্য আনোয়ার পরিচালিত 'কর্তা কাহিনী'। এরই মধ্যে আরও কয়েকটি একক নাটকে অভিনয় করার কথা ছিল, নানা কারণে তা করতে পারিনি।

 

চলচ্চিত্র অভিনয়ে আর দেখা যাচ্ছে না কেন?

এটি আসলে কষ্টের কথা। কেন চলচ্চিত্রে অভিনয় করছি না। আমরা চলচ্চিত্রে অভিনয় করতে চাই কিন্তু পারছি না। আমরা আসলে নিজেদের মূল্যায়ন করতে জানি না। আমি ১৪ বছর বয়সে গৌতম ঘোষের 'পদ্মা নদীর মাঝি'তে অভিনয় করেছি।

তারপর কাজী হায়াতের 'লাভ স্টোরী' চলচ্চিত্রে অভিনয় করেছি। এরপর 'কমন জেন্ডার' ছবিতে কাজ করেছি। ভাবতে কষ্ট লাগে, চলচ্চিত্রে এখনো গুণের থেকে দর্শনের মূল্যায়ন বেশি।

* আলী আফতাব

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।