আমাদের কথা খুঁজে নিন

   

শেষ মুহূর্তে মোহামেডানের জয় হাতছাড়া

এমনিতেই ঐতিহ্যবাহী সাদা-কালোদের বিপর্যয় কাটছে না। তারপর আবার পরিস্থিতিও মনে হয় মোহামেডানের অনুকূলে নেই। সত্যি বলতে কি আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে এমিলিদের মনোবল ভাঙা ছিল। এই অবস্থায় অপ্রতিরোধ্য শেখ জামালের পয়েন্ট কাড়বে তা আশা করতেও সাহস পাচ্ছিল না সমর্থকরা। তবে বাস্তবতা হচ্ছে দেয়ালে পিঠ ঠেকা মোহামেডান গতকাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল।

আগের ম্যাচের পারফরম্যান্স যাই হোক না কেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মোহামেডানকে দেখা গিয়েছিল অন্য রূপে। চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট সংগ্রহ করা শেখ জামালের বিপক্ষে এমিলিদের বেশ আত্দবিশ্বাসীই মন হয়েছিল। শুরু থেকে ফেবারিটদের বিপক্ষে আক্রমণ চালিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। কিন্তু এত কিছুর পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান। ৬২ মিনিটে মানিকের গোলে এগিয়ে গেলেও ইনজুরি টাইমে অন্তিম মুহূর্তে তকলিস সমতা ফিরিয়ে শেখ জামালের নিশ্চিত পরাজয় রক্ষা করেন।

তবে এই গোল তারা শোধ করেছে ৯ জনের মোহামেডানের বিপক্ষে।

ঢাকার মাঠে লাল কার্ড দেখানোটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে একদলের দুইজনকে বহিষ্কার করার নজির নেই বললেই চলে। তাইতো ম্যাচে রেফারি হান্নানের ভূমিকা নিয়ে বিতর্ক উঠেছে। ৭৪ মিনিটে সনি নর্দেকে ফাউল করার অপরাধে বাইবেক ও ৮২ মিনিটে সোহেল রানাকে ফাউলের কারণে জাহিদকে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

ফাউল নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও তা বহিষ্কারের মতো অপরাধ কিনা তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। চলতি মৌসুমে মোহামেডানের রক্ষণভাগের পারফরম্যান্স খুবই হতাশাজনক। আগের ম্যাচে ডিফেন্ডার মিন্টুর ভুলে আবাহনীর কাছে হেরে যায়। কাল কিন্তু সাদা-কালোদের রক্ষণভাগ বেশ সতর্ক ছিল। সনি নর্দেরা একের পর আক্রমণ চালালেও ডিফেন্ডারদের দৃঢ়তার কারণে জাল স্পর্শ করা যাচ্ছিল না।

বরং ৬২ মিনিটে মানিকের বল জাল স্পর্শ করার পর মোহামেডান আরও গোলের সুযোগ সৃষ্টি করেছিল। অন্যদিকে কোনোভাবেই প্রতিপক্ষের দুর্গে ফাটল ধরানো সম্ভব হচ্ছিল না মামুনুলদের। হার দিয়ে লিগে পয়েন্ট হারাতে বসেছিল শেখ জামাল। কিন্তু লাল কার্ড এমিলিদের মনোবল ভেঙে দেয়। ইনজুরি টাইমে হার বাঁচিয়েছে শেখ জামাল।

তাও আবার তাদের গোল নিয়েও বিতর্ক থেকেই যাচ্ছে। কেননা ম্যাচে সময় নষ্ট হয়েছে ঠিকই কিন্তু তা আবার এতটা নয়। ম্যাচ শেষে মোহামেডান ক্ষোভও প্রকাশ করেছে। কিন্তু লাভ কি? ঠিক বা ভুল যেটাই হোক না কেন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।