আমাদের কথা খুঁজে নিন

   

৮৭ ঘণ্টা টিভি দেখে নতুন রেকর্ড

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ইলেকট্রনিক্স পণ্যের একটি প্রদর্শনী চলার সময় ‘টিভো’র  ৬০ ইঞ্চি টিভি পর্দায় চোখ রেখেই ৮৬ ঘণ্টা ৩৭ মিনিটের আগের রেকর্ডটি ভেঙেছেন ড্যান জর্ডান, স্পেনসার লারসন ও ক্রিস লাফলিন।

‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের’ বেঁধে দেয়া শর্ত অনুযায়ী এই ত্রয়ী টিভি দেখার সময় প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট করে বিরতি পেয়েছেন। এই সময়ে তারা শুধু বাথরুম যেতে অথবা টিভি পর্দা থেকে চোখ সরিয়ে পায়চারি করতে পেরেছেন।

তবে ঘড়ি হাতে পাশেই বসে থাকা পর্যবেক্ষকদের সঙ্গে চোখাচোখী ছিল একেবারেই বারণ।

নির্ঘুম এই ৮৭ ঘণ্টায় তিনজন মিলে দেখেছেন  ‘সেইনফিল্ড’, ‘মডার্ন ফ্যামিলি’ ‘ডিফরেন্ট স্ট্রোকস’ ও ‘অ্যারো’র মতো কিছু জনপ্রিয় আমেরিকান টিভি নাটক ও অনুষ্ঠান।

গিনেসের ওয়েবেসাইটের তথ্য অনুযায়ী,  টিভি দেখার সময়  জর্ডান, লারসন আর লাফলিন খেয়েছেন, পান করেছেন, চ্যানেলও বদলেছেন। কিন্তু টিভি দেখার ফাঁকে কোনো কিছু পড়া বা টেলিফোনে কথা বলার সুযোগ তাদের ছিল না।

 

 

রেকর্ডের পর জর্ডান বলেন, “সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৫টায় আমরা যখন টিভোর বুথে ঢুকলাম, তখনও জানতাম না শেষ পর্যন্ত বিষয়টা কেমন দাঁড়াবে। সপ্তাহটা অনেক লম্বা হয়ে গেল, তবে বেশ মজার। ”  

লারসন বলেন, নিয়মের বাইরে গিয়ে শরীর কতোটা সইতে পারে- তা দেখে তিনি নিজেই অভিভূত।

পুরনো রেকর্ড ভাঙতে পারায় টিভোর পক্ষ থেকে তারা তিন জন মিলে পাচ্ছেন পাঁচ হাজার ডলার, একটি টিভি সেট, আইপ্যাড, সোনোস মিউজিক সিস্টেম, গেমার চেয়ার ও এক বছর বিনা পয়সায় ‘নেট ফ্লিক্স’ দেখার সুবিধা।

এর আগে টানা টিভি দেখার রেকর্ডটি ছিল লসঅ্যাঞ্জেলসের বাসিন্দা ক্রিস শ্রিভিস ও জেরেমি ফ্রাঙ্কোর। ২০১২ সালে এক বসায় ৮৬ ঘণ্টা ৩৭ মিনিট টিভি দেখেন তারা।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।