আমাদের কথা খুঁজে নিন

   

শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী সূচক

সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়েছে।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচক একটানা বৃদ্ধি পেতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক ৩০ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ৩৮ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৩৭ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক প্রায় ৩৫ পয়েন্ট বৃদ্ধি পায়।

বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৬৭১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৬৫২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক প্রায় ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯৬৯ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে ১৫২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ৬১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ১৫১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৩১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।