আমাদের কথা খুঁজে নিন

   

বি, সি বি একাদশ টা এমন হলে বিজয়ের সমূহ সম্ভাবনা...,,,,

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

এক ব্লগার ভায়ের লেখায় অনুপ্রানিত হয়ে এ লেখা, তিনি জাফর ইকবাল স্যার কে ক্রিকেটের জন্য এগিয়ে আসতে বলেছেন।


শুধু স্যার কে কেন, সিনেটের শাদা দলকে ডাকুন, নীল দল কে ডাকুন। সাবের হোসেন কে ডাকুন, আলী আসগর লবি কে ডাকুন।
এরা আই,সি,সির অনেক পরিচিত, ডঃ মূ ইউনূস কে ডাকুন আন্তরজাতিক লবিং এর জন্য। শিল্পি মনির খান, ন্যান্সি, মমতাজ, কে বলুন আপনারা আসেন।

এক কাতারে গান করুন। সবাই কে উজ্জীবিত করুন। এ্যাডঃ পাপি্য়া, এ্যাডঃ তরানা হালিম কে ডাকুন, ডঃ আসিফ নজরুল, পিয়াস করিম, মওদুদ, সুরন্জীত, ব্যারিস্টার তানি্য়া আমীর,ব্যারিস্টার রফিকুল ইসলাম কে বলুন আন্তর্জাতির ক্রিকেট আইন পযালো্র্চনা করতে, যাতে ডঃ কামাল হোসেন কে দিয়ে আন্তর্জাতির আদালতে রিট করা যায়।

রাজাকারের বিচারের নামে, খালেদাকে গৃহ বন্দির নামে অনেক নগ্ন দল বাজি দেখেছি। সমাজের চোখ মিডিয়াকে দু ভাগ হ্য়ে যেতে দেখেছি।

সংসদে বিল পাসের জন্য এমপিদের নিজ দলের পক্ষে অন্য দলকে গালাগালি, মারামারি করতে দেখেছি, কিন্তু নিজেদের সুবিধা বাড়ানোর বিলে আবার সবাই কে এক হতে দেখেছি। সে কথা মনে করেও আমরা এক হতে পারি। ক্রিকেট মানে লাল সবুজ জা্রসি, মানে আমাদের জাতীয় পতাকা। পৃথিবীর বুকে উন্নত আমার শীর।

এটা আমার বাক্তিগত মত, এ ক্রিকেট কে এগিয়ে নেবার পেছনে অন্য কারো চাইতে আ লীগ (বা সাবের, ওবায়দুল) এর আন্তরিকতা অনেক বেশি ।


বাংলাদেশের বিশ্ব কাপে খেলার সুযোগ পাওয়া, চ্যামপিয়ান হওয়ার সময়, শেখ হাসীনা তাদের কে ওনেক উপহার দিয়ে ছিল। তখনকার বিরোধি দল ও পারতে তাদের দাওয়াত করে খাওয়াতে। এ অরজন জীবনে এক বারই আসে।
কত টাকা কত জামাত, হেফাজত নেতার পেছনে খরচ হয়।

যাই হোক ক্রিকেটেব ব্যাপারে কোন রাজনীতি আনতে চাই না।

কোন দলের বেশী অবদান তাও মনে করতে চাই না। শুধু মনে করতে চাই দল একটাই বি,সি,বি একাদশ। আর আমরা সবাই এ দলের খেলোয়ার। আর আমাদের দল বিজয়ী হবেই হবে।

বি, সি বি একাদশ টা এমন হলে বিজয়ের সমূহ সম্ভাবনা...,,,,

হাসীনা (অধিঃ সরকার প্রধান হিসেবে)
খালেদা জিয়া (সহ অধিঃ)
পাপন
সাবের
লবী
ওবায়দুল কাদের
ক্রিকেটার সুমন
ক্রিকেটার আকরাম খান
ডঃ ইউনুস
ইমদাদুল হক মিলন
মুশফিকুর রহীম

প্রধান কোচ ঃ ব্যারিস্টার রফিকুল ইসলাম
ব্যাটিং কোচ ঃ মওদুদ হোসেন
বলিং কোচ ঃ সুরন্জীত বাবু

ম্যানেজার ঃ হু মু এরশাদ

স্লোগান তোলেন ঃ- আমরা টাইগার, টেস্ট খেলবো বাব বার।


একশুধু স্যার কে কেন, সাবের হোসেন কে ডাকুন, আলী আসগর লবি কে ডাকুন।
এরা আই,সি,সির অনেক পরিচিত, ডঃ মূ ইউনূস কে ডাকুন আন্তরজাতিক লবিং এর জন্য। শিল্পি মনির খান, ন্যান্সি, মমতাজ, কে বলুন আপনারা আসেন। এক কাতারে গান করুন। সবাই কে উজ্জীবিত করুন।

এ্যাডঃ পাপি্য়া, এ্যাডঃ তরানা হালিম কে ডাকুন, ডঃ আসিফ নজরুল, পিয়াস করিম, মওদুদ, সুরন্জীত, ব্যারিস্টার তানি্য়া আমীর,ব্যারিস্টার রফিকুল ইসলাম কে বলুন আন্তর্জাতির ক্রিকেট আইন পযালো্র্চনা করতে, যাতে ডঃ কামাল হোসেন কে দিয়ে আন্তর্জাতির আদালতে রিট করা যায়।

রাজাকারের বিচারের নামে, খালেদাকে গৃহ বন্দির নামে অনেক নগ্ন দল বাজি দেখেছি। সমাজের চোখ মিডিয়াকে দু ভাগ হ্য়ে যেতে দেখেছি। সংসদে বিল পাষহের জন্য এমপিদের নিজ দলের পক্ষে অন্য দলকে গালাগালি, মারামারি করতে দেখেছি, কিন্তু তাদের সুবিধা বাড়ানোর বিলে আবার সবাই কে এক হতে দেখেছি।

অনেক দল উপদলে ভাগ জাতি কে আল্লাহ হ্য়ত এ একটা সুযোগ করে দিয়েছেন, একত্রিত হবার জন্য।



এটা আমার বাক্তিগত মত, এ ক্রিকেট কে এগিয়ে নেবার পেছনে অন্য কারো চাইতে আ লীগ (বা সাবের, ওবায়দুল) এর আন্তরিকতা অনেক বেশি ।
বাংলাদেশের বিশ্ব কাপে খেলার সুযোগ পাওয়া, চ্যামপিয়ান হওয়ার সময়, শেখ হাসীনা তাদের কে ওনেক উপহার দিয়ে ছিল। তখনকার বিরোধি দল ও পারতে তাদের দাওয়াত করে খাওয়াতে। এ অরজন জীবনে এক বারই আসে।
কত টাকা কত জামাত, হেফাজত নেতার পেছনে খরচ হয়।



যাই হোক ক্রিকেটেব ব্যাপারে কোন রাজনীতি আনতে চাই না। কোন দলের বেশী অবদান তাও মনে করতে চাই না। শুধু মনে করতে চাই দল একটাই বি,সি,বি একাদশ। আর আমরা সবাই এ দলের খেলোয়ার। আর আমাদের দল বিজয়ী হবেই হবে।



বি, সি বি একাদশ টা এমন হলে বিজয়ের সমূহ সম্ভাবনা...,,,,

হাসীনা (অধিঃ সরকার প্রধান হিসেবে)
খালেদা জিয়া (সহ অধিঃ)
পাপন
সাবের
লবী
ওবায়দুল কাদের
লোটাস কামাল
ক্রিকেটার সুমন
ক্রিকেটার আকরাম খান
ডঃ ইউনুস
তারেক
জয়

বদলি খেলোয়ার :- মুশফিকুর রহিম।


প্রধান কোচ ঃ ব্যারিস্টার রফিকুল ইসলাম
ব্যাটিং কোচ ঃ মওদুদ অহম্মদ
বলিং কোচ ঃ সুরন্জীত বাবু

ম্যানেজার ঃ হু মু এরশাদ

স্লোগান তোলেন ঃ- আমরা বেঙ্গলটাইগার, টেস্ট খেলবো বার বার।

অনেক দল উপদলে ভাগ জাতি কে, আল্লাহ হ্য়ত এ একটা সুযোগ করে দিয়েছেন, একত্রিত হবার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।