আমাদের কথা খুঁজে নিন

   

সুর পাগলের নীড়

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুর পাগলের নীড়


সুর সাগরের তীরে
গানের পাখির নীড়ে
বাউল মন আমার বাসা বেঁধেছিল
অনেক মনের ভীড়ে।

চম্পা বনের ফুলকলিরা সেথায়
উড়ে আসত থোকায় থোকায়
উড়ে আসত গাঙচিল পাখি
সেই সুর সাগরের তীরে।
আমার গানের পাখির নীড়ে।

আমরা ছিলাম ভাবের পাগল
কাশবন ছিল দুগ্ধধবল
মৌবন থেকে মধুপিয়াসীর দল
তারাও আসত সুরের তীরে।


আমার গানের পাখির নীড়ে।

আমরা গান জমাতাম, প্রাণ জাগাতাম
কথায় কথায় সুর ছড়াতাম
পাখির দল উড়তে গিয়ে
আসত ফিরে এই নীড়ে।
সুর সাগরের তীরে।

রং ছড়িয়ে প্রজাপতি
করত সেথায় মাতামাতি
সুরের নেশায় তারাও ভুলত
ফিরে যেতে নিজের নীড়ে
আসত ফিরে এই সুর সাগরের তীরে।
আমার গানের পাখির নীড়ে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।