আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন ক্যাফেতে এলাম // শাফিক আফতাব..//



আহা ! এ কোন ক্যাফেতে এলাম
একটি সিঙ্গারায় পেটে ভরে গেলো
তোমার একটু ভালোবাসায় মন ভরে গেলো
এ কোন ক্যাফেতে এলাম
আলোগুলো রঙিন,
তুমি আজ কেমন সঙ্গীন
তোমার চোখের ফুটছে শিশিরের ঘাসফুল
চিকচিক করেছ নাকফুল
তুমি হলে কেমন অনুকূল
এ কোন ক্যাফেতে এলাম
তোমার দেহ থেকে বিচ্ছূরিত হচ্ছে তাজা ফুলের ঘ্রাণ
আবছা আলোর ভীড়ে তুমি লাগছো অচেনা লাহান
তোমার করতলে কেমন উষ্ণতা
আমার কথায় কবিতা
এ কোন আজব ক্যাফেতে এলাম
তুমি আমি ছাড়া কেউ নেই
অথচ কোন ভয় নেই
মুখে তুলে দিচ্ছ প্রেম
তুমি যেন অবিকল মেম
আমি অনাথ হয়ে গেলাম
এ কোন ক্যফেতে এলাম।

এ কোন ক্যাফেতে এলাম
তুমি খুলে দিলে নিসর্গের রূপ
জ্বালালে ভালোবাাসার ধূপ
ক্যাবিনে রেখে বেয়াড়া বেচারা কোথায় চলে গেলো
আমাদের চোখ চিকচিক ব্যাঞ্জনায় মুখর হলো
তুমি আমি নিবিড় কাছাকাছি হলাম
এ কোন ক্যাফেতে এলাম।
২৪.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।