আমাদের কথা খুঁজে নিন

   

আহা! গোলাপী

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

গোলাপী শব্দটা আপার খুবই প্রিয়। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখি। কারণ একজন মানুষ কোন ইনটেশন নিয়া কথাটা বলছেন, সেটা আমরা ধরতে পারলেও, পারিনা বলে বিবেচনা করছি।



করছি কারণ হলো, ছোটবেলায় ছেলে হয়েও মেয়েদের সাথে কুত কুত খেলতাম। এটা খুবই আনন্দময় খেলা। এ খেলায় যখন একে অন্যকে হারিয়ে দিত। ক্ষেপে গিয়ে এক কিশোরী আরেক কিশোরীকে বকা দিক। এতে যে সব শব্দ ব্যবহার করা হতো, তার অন্যতম 'ঢঙ্গি'; মানে যে বেশি ঢঙ করে।

নেতিবাচক অর্থে। আর ইতিবাচক অর্থে ফ্যাশনেবল।

আরো কিছু বকা ছিল, পুতু পুতু টাইপের যেমন 'মুটকি'। সাধারণত গ্রাম বাংলায় একটু বিত্তবান পরিবারের মেয়েরা নাদুস নুদুস হয়, আর যেহেতু আশির দশকে আমাদের গ্রামে কারেন্ট ছিল না, ব্যাটারির সাহায্যে বিটিভি দেখতাম,তাই সে সময় বিত্তবান পরিবারের মেয়েদের সিলিম হবার তাগাদা ছিল না।

আসল কথায় আসি, আপা গোলাপী বলেন, তার শীর্ষ কু-কবি বাড়তি বলেন আলাপি।

এ সব লোকদের নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। কিন্তু আপাকে তো ত্যাগ করতে পারি না। তিনি ফেণীর মহিলাটাকে গোলাপী বলেন। অথচ দুইজনই কিন্তু উত্তরাঞ্চলের বধূ। একজন বগুড়ার।

আরেকজন রংপুরের। তবুও তারা নিজেদের মানিয়ে নিতে পারেন না।

এটারো একটা প্রেক্ষাপট আছে- সাধারণত আমাদের দেশে জা দের মধ্যে কিছু ব্যাতিক্রম ছাড়া মিল নাই। এ ক্ষেত্রে আপা ও ম্যাডামের ক্ষেত্রে ব্যাতিক্রম ভাবার কারণ নাই। কারণ তারাও আমাদের মতই মানুষ।

তো এই জা-য়েরা ক্ষমতা নিয়ে বেশি সমস্যায় ভোগেন।

আর দেশ পরিচালনা? আপা বা ম্যাডামরা কেবল স্টেয়ারিং সিটে বসে থাকেন। আর কিছু মন্ত্রক ভাগ করে কিছু লোককে তার পক্ষে দায়িত্ব দেয়া হয়, যেহেতু প্রায় সবাই অসৎ, তাই এই দায়িত্ব প্রাপ্তরা নিজেদের ভালো রাখাটাকে সমীচীন মনে করেন না।

এ জন্য তারা ফাইল চালানো, কর্মসূচী তৈরি ও মানুষের সমস্যা নিয়ে ভাববার বদলে মন্ত্রী এমপি এবং নেতা হবার জন্য যে বিনিয়োগ করেছেন- সেটি তোলার ধান্ধায় ব্যস্ত থাকেন। টিভিতে চেহারা দেখানোর কাজটাই এখন প্রধান।

দিনে আলাপ- রাতে পেয়ালা-বার্গেনিং। কাটছে তো দিন, বেশ ভালোই। কেবল লাত্থিটা একবারেই পেটের মধ্যে গিয়ে পড়ছে কৃষক-শ্রমজীবী মানুষের। এই যা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।