আমাদের কথা খুঁজে নিন

   

ধরলা গর্ভে বিলীন অর্ধ কিলোমিটার রাস্তা

শুষ্ক মৌসুমেও ধরলা আগ্রাসী রূপ ধারণ করেছে। গতকাল ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ধরলা নদীগর্ভে বিলীন হয়েছে সড়ক ও জনপথ বিভাগের অর্ধ কিলোমিটার রাস্তা। অসময়ে ধরলার এই ভাঙনে দিশা হারা হয়ে পড়েছে ধরলা পাড়ের মানুষ। জরুরিভাবে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ না নিলে কয়েক হাজার একর ফসলি জমি, হাটঘাট, মাঠ, স্কুল, কলেজ, মাদ্রাসা মসজিদ, মন্দির ধরলা গর্ভে বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান সরকার যৌথ নদী শাসন প্রকল্পের আওতায় ধরলা নদী ভাঙন রোধে ৩টি প্রকল্প নিয়েছে।

২টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে হঠাৎ করে ধরলা নদী তার গতিপথ পরিবর্তন করেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট-ফুলবাড়ী উপজেলার সঙ্গে সড়কপথে যোগাযোগের একমাত্র সড়ক পথটি। এ সড়ক পথটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে। কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী জানান, এখানে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডকে রাস্তাটি রক্ষা ও নদী ভাঙনরোধে পদক্ষেপ নিতে বলা হয়েছিল।

কিন্তু সেটা তারা না করায় হঠাৎ পানির তোড়ে রাস্তাটি বিলীন হলো। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে ধরলা নদীর ওপর ২য় সেতু নির্মাণের কাজ হাতে নেয়। কিন্তু হঠাৎ করে সড়ক ও জনপথ বিভাগের রাস্তাটি নদীগর্ভে বিলীন হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে ২য় ধরলা সেতুর নির্মাণের কাজ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।