আমাদের কথা খুঁজে নিন

   

আহম কামালের বিক্রি হওয়া

বলতে চাই না। লিখতে চাই।

কতো হতে পারে অ্যামাউন্টটা? দুই হাজার? না আড়াই হাজার কোটিই ধরি! বিসিবিরে পাঁচশ দিয়া দিলে তাও দুইহাজার থাকবে। এইগুলান দিয়া ক্লাবে, দুবাইর বারে মদ খাইয়া লোটা কম্বল হইয়া পইড়া থাকলেও অন্তত কোটি খানেক খরচ হবে।

তখন লোটা কামাইল্যার কারণে ক্রিকেট ও এদেশে গলফ খেলা হইয়া যাইবো।

হিসাব সহজ ছিলো। সহ-সভাপতি বানাই দিমু তোরে, নেড়ি কুত্তার মতো জিহবা দিয়া আমার স্যান্ডেল চাটবি।

ব্যস কাজ শেষ। এইভাবে দেশী মোরগটার ঘাড় কামড়ে নিয়ে গেলো বর্ডার ক্রস করে আসা ভারতীয় শিয়াল। খোঁয়াড় খুলে দেখলেন শেষ স্মৃতিচিহ্ন হিসেবে ঘু টা উপহার দিয়ে গেছে।



এই তো নাকি?! আড়াই হাজার কোটি টাকায় কেনা আইসিসির সহ-সভাপতি কামাল সাহেবের বডির ভেতর দুই রানের চিপায় যে অস্তিত্বটা আছে সেটাও যে কেনা হয়ে গেছে সে খবর কামাল সাহেবের নাই। বিসিবি বিক্রি করার পরে তিনি যখন বেরুবেন মর্ণিং ওয়াকে তখন তার বুলডগও আফসোস করবে, "My balls are still unutilized".

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।