আমাদের কথা খুঁজে নিন

   

পদ্ম প্রাপ্তিতে পশ্চিমবঙ্গের জয়জয়কার

পদ্ম প্রাপ্তিতে এবার পশ্চিমবঙ্গের জয়জয়কার। পদ্মশ্রী পেলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সাবিত্রী চট্রোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, চিত্রশিল্পী সুনীল দাস, কথক শিল্পী রানি কারনা। পদ্মভুষণ পেলেন টেনিস তারকা লিয়েন্দার পেজ। পদ্মশ্রী পেলেন সুশান্ত কুমার দত্তগুপ্ত (বিজ্ঞান ও কারিগরি), জয়ন্ত কুমার ঘোষ (বিজ্ঞান ও কারিগরি), ড. ইন্দ্র চক্রবর্তী (চিকিৎসা বিজ্ঞান)৷ পদ্মশ্রী পাচ্ছেন প্রবাসি বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি, আসমের সমাজকর্মী মুকুল চন্দ্র গোস্বামী৷ স্থাপত্য বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন প্রবাসী বাঙালি অধ্যাপক বিমান বিহারী দাস।   

পদ্ম বিভূষণ পেলেন যাঁরা: ড. রঘুনাথ এ মাশেলকার (বিজ্ঞান ও কারিগরি) ও বি কে এস আইঙ্গার (যোগা), চিত্র পরিচালক ও অভিনেতা কমল হাসন, ক্রিড়া জগতের দুই দিকপাল পুলেল্লা গোপীচাঁদ, লিয়েন্ডার পেজ, যুবরাজ সিং, প্রবাসী বাঙালি চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অভিনেত্রী বিদ্যা বালা, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে এস ভার্মা, মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া, অভিনেতা পরেশ রাওয়াল,  প্রয়াত সমাজকর্মী নরেন্দ্র ডাভোলকারকে পদ্মশ্রী পুরস্কার, স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন প্রবাসী বাঙালি শেখর বসু৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।