আমাদের কথা খুঁজে নিন

   

একক অ্যালবাম নিয়ে তানভীর

তানভীর মাসুদ ভেতর-বাইরে পুরোপুরি একজন স্থপতি মানুষ। স্থাপত্যকলার পাশাপাশি অন্য কলারও আঙ্গিনায় বীরদর্পে পদচারণা করছেন অতি নিপুণ দক্ষতার সঙ্গে। ২০০৫-এ তার প্রথম একক অ্যালবাম 'ও প্রেয়সী তুমি জানো কি'। ওস্তাদ সঞ্জিব দে'র কাছে সংগীতের হাতেখড়ি। পেশাদারিত্বের পাশাপাশি ডুবে থাকেন গান এবং লেখা নিয়ে।

সংগীতের প্রতি ভালোবাসা থেকেই তিনি আবারও ফিরে এসেছেন সংগীতের জগতে। দীর্ঘ বিরতির পর আসছে পহেলা বৈশাখে আবারও একটি একক অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। অ্যালবামের নাম এখনো ঠিক না হলেও গানের কথা লিখেছেন মারজুক রাসেল, এইচ এম ইসমাইল এবং এসআই শহীদ। সংগীতায়ন করছেন ইবরার টিপু। তার এই নতুন অ্যালবামটির বেশিরভাগ গানই মিউজিক ভিডিও করার কাজ চলছে পুরোদমে।

মাত্রাতিরিক্ত রোমান্টিক, সুফি, রক এবং বরাবরের মতোই বিরহ ধাঁচ জায়গা পাবে এতে। আসছে ভ্যালেন্টাইন ডে-তে বাজারে আসছে ভালোবাসা ডটকম/লাভ এঙ্প্রেস নামের একটি মিঙ্ড অ্যালবাম। যাতে তানভীর গেয়েছেন একটি সলো এবং কর্ণিয়ার সঙ্গে একটি ডুয়েট।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।