আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি

এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালে কর্মবিরতি পালন করছেন।
শনিবার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকার মেহেদীবাগে হামলার শিকার হন ছাত্রলীগের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি সোহেল পারভেজ সুমন।
মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন সোহেল অভিযোগ করেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তার ওপর এ হামলা চালিয়েছে।
সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি একটি অটোরিকশায় করে চট্টগ্রাম রেল স্টেশন থেকে মেডিকেলে যাওয়ার সময় মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে পাঁচ/ছয় জন শিবিরকর্মী মোটরসাইকেলে করে এসে তার গতিরোধ করে।
“তারা অটোরিকশা থেকে নামিয়ে লাঠি ও রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসক ফোরাম।
ফোরামের সদস্য সচিব হিমেল চাকমা জানান, হামলাকারী শিবির-কর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।


তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির বাইরে রাখা হয়েছে। আর নিয়মিত চিকিৎসকরা সব বিভাগেই কাজ চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম মেডিকেল ছাত্রলীগের সভাপতি মেসবাহুল ইসলাম জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের এই কর্মবিরতিতে তারা সমর্থন দিয়েছেন।    

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.