আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে আজ স্ত্রী হত্যার দায়ে মো. মিঠু (২৫) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

দন্ডপ্রাপ্ত মিঠু জেলার নাচোল উপজেলার জাহিদপুর গ্রামের জামেদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আব্দুস ছালাম খান এ রায় প্রদান করেন। মামলার সংক্ষপ্তি বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১২ আগষ্ট রাতে রাজিয়া খাতুন (২০) কে ঘুমের বড়ি খাইয়ে হত্যা করে স্বামী মিঠু।

এ ঘটনায় ১৫ আগস্ট নিহতের মা নূরজাহান বেগম বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা দায়ের করলে পরেরদিন পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানীর পর ৩০২ ধারার অপরাধ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মো. মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.