আমাদের কথা খুঁজে নিন

   

১০০ দিনের পরিকল্পনা কাদেরের

রোববার সচিবালয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি সইয়ের পর মন্ত্রী এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

তিনি বলেন, “আমি প্রথম ১০০ দিনের প্রোগ্রাম ঘোষণা করতে চাই, ১০০ দিনের প্রোগ্রামের মধ্যে প্রথম গুরুত্ব পাবে সারা দেশে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা এবং তা আগামী বর্ষার আগেই করা হবে।”

কাজে গতি আনতে নতুন যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি কেনার পরিকল্পনাও জানান যোগাযোগমন্ত্রী।

“মান্ধাতার আমলের অনেক যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি রয়েছে। এগুলো দিয়ে ঠিকভাবে কাজ করা যায় না। এজন্য কাজের গতি মন্থর হয়ে যাচ্ছে। তাই নতুন যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি কেনা হবে,” বলেন তিনি।

এ সময় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।