আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ফ্রিল্যান্স ক্যারিয়ার

একজন ডিজাইনার হতে চাইলে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ডিজাইনারের লক্ষ্য এবং কাজ কি সেটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেয়া। তবে সত্যি বলতে একজন ডিজাইনারের লক্ষ্য কি সেটা অনেকের কাছেই পরিষ্কার নয়। অনেকে দেখা যায় গ্রাফিক ডিজাইন আর ডেস্কটপ পাবলিশিংকে এক করে ফেলেন। তাই চলুন আগে দেখে নিই,
এক কথায় বলতে গেলে সব অ্যালিমেন্টগুলোকে এক জায়গায় এনে পুরো ডিজাইনটাকে প্রিন্ট করার জন্য তৈরি করা অথবা ডিজাইনারের করা ডিজাইন থেকে ফাইনাল ডিজাইন তৈরি করাই হল একজন পাবলিশারের কাজ। একজন পাবলিশারের সব কাজ ক্রিয়েটিভ প্রসেস-এর মধ্যে না পড়লেও, একজন ডিজাইনারের গুরুত্ব যতটুকু একজন পাবলিশারের গুরুত্বও ঠিক ততটুকুই।


একজন সফল ডিজাইনারের গুনাগুণ
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একজন ডিজাইনারকে শুধুমাত্র ক্রিয়েটিভ হলেই চলে না, তাকে একইসাথে প্রুফরিডার, কপিরাইটার, প্রজেক্ট ম্যানেজার এবং ডেস্কটপ পাবলিশারেরে কাজও করতে হয়। কিন্তু কোন নির্দিষ্ট সফটওয়্যার অপারেশন শেখা কখনোই একজন ক্রিয়েটিভ ডিজাইনারের লক্ষ্য না। একজন ব্যস্ত ডিজাইনারকে হয়ত একই দিনে কোন সাথে ক্লায়েন্টের সাথে দেখা করতে হয়, অন্যান্য ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হয়, কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, একই সাথে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কয়েকটি ডিজাইন প্রজেক্ট-এ কাজ করতে হয়। এক কথায় বলতে গেলে একজন সফল ডিজাইনার হতে হলে কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি, ব্যবসায়িক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে।
কি ভাবছেন? কমিউনিকেশন স্কিল আছে বা না থাকলেও অর্জন করে নেয়া যাবে।

কিন্তু নিজের মাঝে ক্রিয়েটিভিটিকে কিভাবে জাগিয়ে তুলবেন? অনেকেই মনে করেন ক্রিয়েটিভিটি হল মানুষের জন্মগত প্রাপ্তি, এটি শেখার কিছু নেই। বিশ্বাস করুন, ধারণাটি একেবারেই ভুল। যেভাবে অংক, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং বা অন্য শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, ঠিক সেভাবেই সঠিক প্রশিক্ষণ এবং চর্চার মাধ্যমে ক্রিয়েটিভিটিকেও জাগ্রত করা যায়।
গ্রাফিক্স ডিজাইনারের আয় এবং সম্ভাবনা
প্রতি মাসে একজন গ্রাফিক্স ডিজাইনারের আয় কত হতে পারে? এ সম্পর্কে ডিজাইনারদের বেতন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিজাইনার স্যালারিজ-এর মতে, একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ১ লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমাধারীর বেতন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা।

তবে ব্যাচেলর ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারীদের বেতন মাসিক ৪০ হাজার টাকা থেকে ২লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লগো ডিজাইন করলে ৫০ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি ৫ থেকে ১০ হাজার ডলার পর্যন্তও হতে পারে। একটি ওয়েবসাইটটের প্রথম পেজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের ডিজাইন করে পাওয়া যায় ২শ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত।

ব্র্যান্ড অপটিমাইজেশন এবং ব্রশিউর তৈরির প্রজেক্টগুলোও ৩০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে মোট কাজের প্রায় ১৪% হল গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়ার কাজ, গতবছরে আয় বৃদ্ধির হার ছিল ৪৪%। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধুমাত্র ইল্যান্সেই গ্রাফিক্স রিলেটেড জব পোষ্ট হয়েছে ৯ লাখ ১৩হাজারেরও উপরে, এর পেছনে ব্যয় হয়েছে ৫ শত ৩০ মিলিয়ন মার্কিন ডলার। তাই ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ-তরুণীদের জন্যে অন্যতম পছন্দ হতে পারে এ ক্ষেত্রটি।
গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা:
গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা মূল বিষয় না।

তবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গ্রাফিক্স ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কিংবা ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারী কর্মী চেয়ে থাকেন। তবে ডিগ্রি কোন ব্যাপারই নয়, আপনি যদি কাজটি ভালোভাবে জানেন এবং সৃজনশীল হয়ে থাকেন। এই যেমন আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এখন পেশা হিসেবে বেছে নিয়েছি গ্রাফিক্স ডিজাইনিং। এজন্য আমার ফাইন আর্টস কিংবা গ্রাফিক্স বিষয়ে লেখাপড়া করতে হয়নি।
মোটকথা, ইংরেজি এবং গ্রাফিক্স ডিজাইনিং বেসিক জানেন তবে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করে করতে পারেন।

সহজ কিছু কাজ আছে যা মাত্র কয়েক মাসের ট্রেনিং নিয়েই এ ধরণের কাজ করা সম্ভব। আর চর্চা করতে করতেই প্রফেশনাল হিসেবে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে পারবেন।
তাহলে আর দেরি কেন, আজ থেকেই শুরু করুন। আমরা আপনার সফলতার গল্প শোনার অপেক্ষায় থাকলাম।
লেখক: বাহারুল আলম নয়ন


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.