দলীয় কর্মসূচি শিথিল হওয়ায় বর্তমানে নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। গত মাসে রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ নিহত হওয়ার ঘটনায় মামলার কারণে বেশ কিছু দিন গা-ঢাকা দিয়েছিলেন তিনি। তবে গত সপ্তাহে জামিন পাওয়ায় নগর ভবনেই এখন ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি উপজেলা নির্বাচন ঘিরে দলীয় কর্মীদেরও সংগঠিত করার কাজে হাত দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির এ সদস্য।
মহানগর যুবদলের আহ্বায়ক বুলবুল নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই বেশ কিছু বড় প্রকল্প হাতে নেন।
এর মধ্যে নগরীর শহীদ জিয়াউর রহমান পার্ক সম্প্রসারণ, সায়েন্স পার্ক স্থাপন, অলি-গলি ও ছোট রাস্তা সংস্কারের পাশাপাশি নগর ভবনকে ১০ তলায় উন্নীত করার কাজে হাত দেন। এছাড়া গত মেয়াদের চলমান কিছু প্রকল্পের কাজ বেশ দ্রুতগতিতে এগুচ্ছে বলে জানান নতুন মেয়র। আগামী বছরই চলমান বেশ কিছু প্রকল্প শেষ করতে পারবেন বলে আশা করছেন তিনি।
মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, মহানগরীর উন্নয়ন জনগণের দাবি। আমি তা প্রাণপনে চেষ্টা করব।
আশা করব সরকারও এ ব্যাপারে সহযোগিতা করবে। বিএনপির সঙ্গে সরকারের রাজনৈতিক সম্পর্ক যাই হোক জনগণের সঙ্গেতো শত্রুতা নেই। সরকার নিজেদের স্বার্থেই দল-মত নির্বিশেষে স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়ন করবে এটাই প্রত্যাশা। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বর্তমান সরকার বিতর্কিতভাবে ক্ষমতায় এসেছে। জনমতের বিপক্ষে আদৌ তারা কতদিন ক্ষমতায় থাকতে পারে সেটা দেখার বিষয়।
তারপররও যতদিন ক্ষমতায় টিকে থাকবে সরকারের উচিত জনগণের স্বার্থকে জলাঞ্জলি না দিয়ে সার্বিক উন্নয়নে সহযোগিতা করা।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে বুলবুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের কেন্দ্র থেকে এখনো সুষ্পষ্ট নির্দেশনা আসেনি। আরও কয়েক দিন পর বিষয়টি স্পষ্ট করা হবে। তবে তৃণমূল নেতা-কর্মীরা উপজেলা নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখছে। তারা এখন কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।