আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় শীতজনিত কারণে হাসপাতালে ভর্তি ৪৭ জন

বগুড়ায় মাঘের শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শীত জনিত রোপ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বগুড়ায় শীত বৃদ্ধি পাওয়ায় ঘরের বাহিরে সাধারণ জনগণ বেশি সময় থাকছে না। প্রয়োজনীয় কাজ শেষে ঘরে ফিরে যাচ্ছে। আজ বগুড়ায় সারা দিন কুয়াশায় ঢাকা ছিল সূর্য।

মেঘলা আকাশে ঢেকে থাকে।

বগুড়া আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ বগুড়ায় সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রী সেলসিয়াস এবং সব্বোর্চ ছিল ১৭.৭ ডিগ্রী।

বগুড়া আবহাওয়া অফিসের বেলুন মেকার মীর আব্দুর রউফ জানান, আবহাওয়ার এই অবস্থা আরো দুই একদিন থাকবে।

বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, আজ বগুড়ায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন। এর মধ্যে জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ১৩ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪ জন।

তাদের চিকিৎসা চলছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.