আমাদের কথা খুঁজে নিন

   

মগের মুল্লুক vs মখার মুল্লুক



এক সময় আরাকান রাজ্যকে জাতি অত্যন্ত ঘৃনাভরে স্মরণ করতো। আজ হয়তো অনেকে জানেই না আরাকানের ইতিহাস। তবে 'মগের মুল্লুক' নামটা কিন্তু আজও উপমা দিতে ব্যবহার করছে অবলীলায়। অচিরেই হয়তো এমন দিন আসবে, জাতি 'বাংলাদেশ' কেও সেভাবে স্মরণ করবে। হয়তো তখন কেউ আর উপমায় 'মগের মুল্লুক' ব্যাবহার করবে না, ব্যবহার করবে 'মখার মুল্লুক' কিংবা অন্যকিছু। হয়তো ইতিহাস থেকে বাংলাদেশ শব্দটাই মুছে যাবে আরাকানের মতো। হয়তো… হয়তো… হয়তো…

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।